সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের খাসতালুক আমেঠি থেকে লোকসভা ভোটের প্রচারাভিযান শুরু করতে গিয়ে ধাক্কা খেতে হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। আমেঠিতে সভা করতে গিয়ে কৃষকদের প্রবল ক্ষোভের মুখে পড়েন রাহুল। রাহুলের কাছে বিক্ষোভকারীদের দাবি, হয় জমি দেওয়ার ব্যবস্থা করুন রাহুল। তা না পারলে আপনি ইতালি ফিরে যান।
উত্তরপ্রদেশের আমেঠি জেলার একটি শহর গৌরীগঞ্জ। এই গৌরীগঞ্জেই কৃষকরা রাহুল গান্ধীর উদ্দেশে বিক্ষোভ দেখান। ক্ষুব্ধ কৃষকরা জানিয়েছেন, রাহুল গান্ধীর কাছ থেকে তাঁরা কোনও আশার আলো দেখতে পাচ্ছেন না। বরং রাহুল তাঁদের জমি জোর করে দখল করে নিয়েছেন। আমেঠিতে আসতে হলে আগে রাহুলকে তাঁদের জমি ফিরিয়ে দিতে হবে। আর যদি সেটা না পারেন, তবে তাঁর উচিত ইতালিতেই ফিরে যাওয়া। ক্ষুব্ধ কৃষকরা এদিন রাজীব গান্ধী ফাউন্ডেশনকে দেওয়া জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। কৃষকদের দাবি, একান্তই জমি ফেরত দেওয়া সম্ভব না হলে যাঁদের জমি নেওয়া হয়েছে তাঁদের পরিবারের সদস্যদের চাকরি দিতে হবে।
১৯৮০ সালে রাজীব গান্ধী ছিলেন আমেঠির সাংসদ। সে সময় ওই এলাকায় একটি সাইকেল কারখানা তৈরির জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে ৬৫.৫৭ একর জমি অধিগ্রহণ করা হয়। রাজীব সেই কারখানার উদ্বোধন করলেও কয়েক বছরের মধ্যেই ওই প্রকল্প মুখ থুবড়ে পড়ে। ১৯৮৬ সালে ওই জমি অপর এক সংস্থাকে ইজারা দেওয়া হয়। ওই সংস্থাও বন্ধ হয়ে গেলে ঋণের টাকা মেটাতে ওই জমি নিলাম করে ডেট রিকভারি ট্রাইব্যুনাল। ২০১৪ সালে মাত্র ২০.১০ কোটি টাকা দিয়ে ওই কারখানার জমি নিলামে কিনে নেয় রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট। যদিও উত্তরপ্রদেশের শিল্পোন্নয়ন নিগম পরে ওই নিলাম বাতিল করে দেয়।আমেঠিবাসী রাহুলের কাছে সেই জমিই ফিরিয়ে দেওয়ার দাবি করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.