Advertisement
Advertisement
Bharat Bandh

১৬ ফেব্রুয়ারি ভারত বন্‌ধের ডাক কৃষকদের, মোদির বিরুদ্ধে ফের পথে

বন্‌ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা-সহ বিভিন্ন কৃষক সংগঠন।

Farmers' organization called Bharat Bandh on 16th February | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 25, 2024 10:53 am
  • Updated:January 25, 2024 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে আরও একবার কেন্দ্রের উপর চাপ তৈরি শুরু করলেন দেশের অন্নদাতারা। ১৬ ফেব্রুয়ারি ভারত বন্‌ধের(Bharat Bandh) ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা-সহ বিভিন্ন কৃষক সংগঠন। ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), বেকারত্ব এবং পেনশনের দাবিতে এবং অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় এই বন্‌ধ ডেকেছেন কৃষকরা। যেখানে অন্যান্য সংগঠনকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিভিন্ন শ্রমিক সংগঠন, পরিবহণ সংগঠনের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন কৃষকনেতারা। ১৬ ফেব্রুয়ারি কৃষকদের খেতে না যাওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার, পরিবহণ ব্যবসায়ী-শ্রমিকদের কাছেও অনুরোধ করা হয়েছে, সেদিন কাজ না করতে। সংযুক্ত কিষান মোর্চা নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, “আগে প্রতি অমাবস্যায় কৃষকরা খেতে যেতেন না। ১৬ ফেব্রুয়ারিও আমরা অমাবস্যা পালন করব। ন্যূনতম সহায়ক মূল্যকে যতদিন না আইনে পরিণত করা হচ্ছে, লড়াই থামবে না।”

Advertisement

 

[আরও পড়ুন: দুদিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট, জয়পুরে পায়ে হেঁটে ‘ইতিহাস খুঁজবেন’ মোদি-ম্যাক্রোঁ]

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় দিল্লির তিন সীমানায় বসে লাগাতার আন্দোলন চালিয়ে তিন কৃষক আইন, যাকে কৃষকরা কালা কানুন বলতেন, তা কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিলেন দেশের অন্নদাতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চাওয়ায় আন্দোলন তুলে নিলেও সেই সময়ই তাঁরা জানিয়েছিলেন আন্দোলন শেষ হয়নি। তা স্থগিত রাখা হল। ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি গ্যারান্টি না দেওয়া হলে ফের চালু হবে আন্দোলন। লোকসভা নির্বাচনে সরকারকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

 

[আরও পড়ুন: অবসর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রত্যাবর্তন’, কী বলছেন মেরি কম?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement