ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: তিন বছর আগেকার কৃষক সমাবেশের ছবি ফিরতে চলেছে রাজধানীর বুকে? সোমবার দিল্লির (Delhi) রামলীলা ময়দানে বিশাল কৃষক সমাবেশ। তার আগে বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লিমুখী। দাবি তাঁদের অন্তত সাত দফা। রবিবার সমাবেশের মূল আয়োজক সংযুক্ত কিষাণ মোর্চার তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেই দাবিদাওয়ার কথা জানানো হয়েছে। তিন বছর পর রাজধানীতে এত কৃষকের জমায়েত ফের জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।
কৃষিক্ষেত্রে পুঁজিপতিদের হস্তক্ষেপ নিয়ে ফের বড়সড় আন্দোলনের পথে হাঁটছে কৃষক সংগঠনগুলি। যার সর্বাগ্রে রয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। সোমবারের সমাবেশকে তারা বলছে ‘কিষাণ মহাপঞ্চায়েত’ (Kisam Mahapanchayet)। কলেবরে না হোক, গুরুত্বের দিক থেকে এতটাই তা বড় হবে বলে দাবি কিষাণ মোর্চার। রবিবার সকাল থেকে দিল্লিতে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মূল লক্ষ্য, কৃষি সংক্রান্ত কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করা। তাদের সাতদফা দাবির মধ্যে সেগুলিই প্রাধান্য পাচ্ছে। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে নতুন কমিটি গঠন, কৃষকদের ঋণ মকুব-সহ একাধিক ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করা হচ্ছে। কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষকদের মাসে ৫ হাজার টাকা পেনশন চালু করতে হবে অবিলম্বে।
তবে এরই মধ্যে যে দাবি জোরদারভাবে উঠছে, তা হল লখিমপুর-খেরির (Lakhimpur-Kheri) প্রসঙ্গ। সেখানে কৃষক আন্দোলনের মধ্যে গাড়ি চালানোয় ৮ জনের মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রর নাম। তাকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্ত হন। তা নিয়ে কৃষকদের ক্ষোভ দীর্ঘদিনের। এবারের মহাপঞ্চায়েত থেকে তাঁরা অজয় মিশ্রকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার দাবিতে সরব হবেন। পাশাপাশি তাঁকে জেলবন্দি করারও দাবি তোলা হবে। এছাড়া বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি উঠবে। সবমিলিয়ে, রাজধানীর কিষাণ মহাপঞ্চায়েত থেকে আরও চড়বে হবে কৃষকদের স্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.