Advertisement
Advertisement

Breaking News

সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের

ফসল বিমা যোজনা, রাফালের থেকেও বড় কেলেঙ্কারি বলে দাবি কৃষক নেতাদের৷

Farmers' march in Delhi
Published by: Kumaresh Halder
  • Posted:November 30, 2018 2:57 pm
  • Updated:November 30, 2018 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বিদ্রোহ রুখতে যন্তরমন্তরে এক হাজারের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে দিল্লির আম আদমির সরকার৷ কিন্তু, বিধিনিষেধ চাপানো হলেও কিছুতেই কৃষকদের বিদ্রোহ দমাতে পারল না কেজরি সরকার৷ উলটে, রাজধানী স্তব্ধ করে রামলীলা ময়দান থেকে পার্লামেন্ট স্ট্রিট অভিযান সফল করলেন দশ রাজ্যের অন্তত এক লক্ষ কৃষক৷ পার্লামেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে শুক্রবার একযোগে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুললেন কৃষকরা৷ কৃষি ঋণ মকুবের আবেদন জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিও তুললেন তাঁরা৷ এদিন, পার্লামেন্ট স্ট্রিটের সভামঞ্চ থেকে দেশের ২০৮টি কৃষক সংগঠনের তরফে কৃষক ও খেতমজুরদের ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশনের সুপারিশ রূপায়ণের দাবি জানানো হয়৷

[খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর]

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০৮টি কৃষক সংগঠন সারা ভারত কৃষক সংঘর্ষ কো-অর্ডিনেশন কমিটি তৈরি করে এই মিছিল ডাক দেয়। সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওলে বলেন, ‘‘গত দশ বছরে ৩ লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন৷ ফসলের দাম নেই৷ সহায়ক মূল্যের থেকে অনেক কম দামে কৃষকরা ফসল বিক্রি করছেন৷ তাই কৃষি সঙ্কট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে।’’

Advertisement

[মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের]

এদিনের সমাবেশ থেকে কৃষকদের তরফে একটি ঘোষণাপত্র তুলে ধরা হয়েছে৷ কৃষক, ভাগচাষী, খেতমজুর, আদিবাসী কৃষকদের দাবিও তুলে ধরা হয়েছে ওই ঘোষণাপত্রে। এদিন এই সমাবেশে অংশ নেন অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাডু, তেলেঙ্গানা থেকে আসা কৃষকরা৷ মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বই পর্যন্ত ‘লঙ মার্চে’ ছিলেন এমন কৃষকরাও এদিন সমবেত ভাবে সমাবেশে যোগ দেন৷ এদিনের এই সভায় কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, ‘‘দেশজুড়ে কৃষকরা বিক্ষোভে ফুটছেন। তাঁদের এই ক্ষোভকে ভাষা দিতেই এই অভিযান৷ কেন্দ্রীয় সরকারের ফসল বিমা যোজনা, রাফালের থেকেও বড় কেলেঙ্কারি৷ কৃষকের বিমার টাকায় ফুলে ফেঁপে উঠছে কয়েকটি শিল্পগোষ্ঠী৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement