সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে আরএসএসের এক শীর্ষ নেতা দাবি করেছিলেন, মোদিকে হটিয়ে প্রধানমন্ত্রী করা হোক নীতীন গড়করিকে। আরএসএসপন্থী বিজেপির কিছু নেতা অস্পষ্ট সুরে হলেও সেই দাবিকে আংশিক সমর্থনও করেছেন। তারপর থেকেই একাধিক ইস্যুতে মোদি-অমিত শাহ তথা সরকারের নীতির সঙ্গে গড়করির মতবিরোধী প্রকাশ্যে এসেছে। ঘুরিয়ে বিজয় মালিয়ার পক্ষ নিয়েও কথা বলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। এবার কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে নিজের সরকারের ব্যর্থতাকেই তুলে ধরলেন তিনি।
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে গড়করি জানালেন, দেশের কৃষকদের অবস্থা খুবই খারাপ। ভাল ধান, গম কিংবা অন্য ফসল ফলিয়েও দাম পাচ্ছেন না তাঁরা। যার জেরে মরতে হচ্ছে তাঁদের। তিনি বলেন. “যদি মুম্বইয়ের নিরিখেই ধরা যায় তাহলে দেখা যাবে বাসন মাজার ছাই এখানে বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি, অন্যদিকে চাল পাওয়া যাচ্ছে মাত্র ১৪ টাকায়। কৃষকদের সার্বিক অবস্থা খারাপ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কৃষকরা ভাল ফলন পাচ্ছেন কিন্তু ফসলের দাম পাচ্ছেন না। কোনও ফসলের ন্যূনতম সমর্থন মূল্যই যথার্থ নয়। এমএসপির পরিমাণ খুবই কম।” এদিন মহারাষ্ট্রে পিঁয়াজ চাষিদের দুর্দশার কথাও উল্লেখ করেন গড়করি। কৃষক ইস্যুতে দেশজুড়ে এমনিতেই অস্বস্তিতে মোদি সরকার। দেশের বিভিন্ন প্রান্ত কৃষকরা ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন। এরই মধ্যে দলেরই এক হেভিওয়েট মন্ত্রীর এই মন্তব্যে নয়া অস্বস্তি গেরুয়া শিবিরে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মোদি অমিত শাহ-র বিরোধী সুর শোনা গিয়েছে গড়করির গলায়। দিন দুই আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূয়সী প্রশংসাও করেছিলেন তিনি। এর আগে পাঁচ রাজ্যে বিজেপির হারের পর তিনি বলেছিলেন, এই হারের দায় দলের শীর্ষ নেতাদেরই নিতে হবে। তবে, এদিন গড়করি কৃষকদের দুরাবস্থার কথা তুলে ধরলেও সরাসরি মোদির বিরোধিতা করেননি তিনি। গড়করি বলেন, “প্রধানমন্ত্রী ভাল কাজ করছেন, আমরাও কৃষকদের অবস্থার উন্নতির চেষ্টা করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.