Advertisement
Advertisement

Breaking News

Farmers protest

ঋণ মকুব, MSP আইন কার্যকরের দাবি, ফের কেন্দ্র বিরোধী আন্দোলনের পথে কৃষকরা

লোকসভায় বিজেপির ধাক্কার অন্যতম কারণ ছিল কৃষক বিক্ষোভ।

Farmers' association SKM to resume protest over MSP, loan waiver
Published by: Subhajit Mandal
  • Posted:July 12, 2024 10:51 am
  • Updated:July 12, 2024 10:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল ২০২১ সালে তিন কৃষি আইনের বিরোধিতা করে। গত বছর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এই কৃষক আন্দোলন মাথাব্যাথার কারণ ছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। ভোটের ফলে মোদিরা যে ধাক্কা খেয়েছেন, সেটার নেপথ্যেও বড় প্রভাব ছিল কৃষক আন্দোলনের। লোকসভা ভোট মিটতেই ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

বৃহস্পতিবার কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা (SKM) ঘোষণা করেছে, এমএসপি-র আইনি গ্যারান্টি, চাষিদের ঋণ মকুবের দাবিতে তাঁরা ফের আন্দোলন শুরু করবেন। সংসদের বাজেট অধিবেশনের আগে সংযুক্ত কিষান মোর্চার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা সময় চাইবেন। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার হাতে নিজেদের দাবিপত্র তুলে দেবেন। সব সাংসদকেই দাবিপত্র তুলে দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার ধাক্কা থেকে শিক্ষা! অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী ৯ আগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের দিনটাকে ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন দিবস হিসাবে পালন করবেন কৃষকরা। তাঁদের দাবি, ২০২১ সালে সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে কেন্দ্র যে চুক্তি করেছিল, সেই চুক্তির সব শর্ত মেনে নিতে হবে। কৃষিঋণ মকুব করতে হবে এবং এমএসপির আইনসিদ্ধ গ্যারান্টি দিতে হবে। কেন্দ্র এই দাবি না মানলে ফের আন্দোলনের রাস্তায় হাঁটবেন তাঁরা।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি নরেন্দ্র মোদি-সহ একাধিক হেভিওয়েট, যাচ্ছেন না গান্ধীরা!]

উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের ১৫৯টি গ্রামীণ লোকসভা কেন্দ্রে হেরেছে বিজেপি (BJP)। আগেরবারের জেতা যে আসনগুলি বিজেপি হারিয়েছে তার মধ্যেও ৩৮টি মূলত গ্রামীণ কৃষিপ্রধান। অর্থাৎ কিষান অসন্তোষ ভালোরকম বেগ দিয়েছে গেরুয়া শিবিরকে। সামনেই আবার মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের নির্বাচন। সেই ভোটের আগে কৃষকদের আন্দোলন ফের শুরু হলে অস্বস্তি বাড়বে বিজেপির। শোনা যাচ্ছে, কৃষক নেতারা রাজ্যে রাজ্যে গিয়ে কেন্দ্র বিরোধী প্রচার চালাবেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement