Advertisement
Advertisement

ঘাসের নকশায় মোদির মুখ ফুটিয়ে কী বার্তা কৃষকদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেডিওতে এসে তিনি ‘মন কি বাত’ বলেন৷ ভাগ করে নেন তাঁর ভাবনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরবারে নিজেদের ‘মন কি বাত’ বলতে এক অভিনব পন্থা নিলেন মধ্যপ্রদেশের কৃষকরা৷ বীজ বপন করে তাঁরা ফুটিয়ে তুললেন মোদির মুখের আদল৷ আর এর ভিতরেই দিলেন এক বার্তা৷আরও পড়ুন:আবগারি দুর্নীতি মামলায় এখনই স্বস্তি নয় কেজরির, কী সিদ্ধান্ত নিল […]

farmers-artists-growing-prime-ministers-face in-field
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 7:05 pm
  • Updated:May 22, 2016 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেডিওতে এসে তিনি ‘মন কি বাত’ বলেন৷ ভাগ করে নেন তাঁর ভাবনা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরবারে নিজেদের ‘মন কি বাত’ বলতে এক অভিনব পন্থা নিলেন মধ্যপ্রদেশের কৃষকরা৷ বীজ বপন করে তাঁরা ফুটিয়ে তুললেন মোদির মুখের আদল৷ আর এর ভিতরেই দিলেন এক বার্তা৷

কী সেই বার্তা? তা হল ‘মেক ইন ইন্ডিয়া’র মতো তিনি যেন ‘গ্রো ইন ইন্ডিয়া’ ধারনার প্রতিও নজর দেন৷ মধ্যপ্রদেশের কিছু কিছু অঞ্চলে চলছে বীজ মহোৎসব৷ সেই অনুষ্ঠানেরই প্রতিচ্ছবি এই শিল্প৷ এমনভাবে বীজ বপন করা হয়েছে যাতে চারা গাছের আকৃতিতে ফুটে ওঠে প্রধানমন্ত্রীর মুখের আদল৷ তা উঠেওছে৷ সেই সঙ্গে ঘাসের নকশাতেই ফুটে উঠেছে, ‘ডিয়ার প্রাইম মিনিস্টার, প্লিজ গ্রো ইন ইন্ডিয়া’৷ আসলে এই শিল্পের মধ্য দিয়েই কৃষকদের মনের কথা ফুটে উঠেছে৷ এক খোলা চিঠিতে জানিয়েছেন কেন তাঁরা এ কাজ করেছেন৷

Advertisement

মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী- বরাবরই শিল্পবান্ধব হিসেবে পরিচিত মোদি৷ দেশকে ‘ডিজিটাল ইন্ডিয়া’তে পরিণত করতেও সদা সচেষ্ট তিনি৷ সেইসঙ্গে কৃষকদের উন্নতির কথাও তিনি বলেন৷ তবে মধ্যপ্রদেশের এই কৃষকদের আশা, এ দিকে আরও বেশি নজর দিন প্রধানমন্ত্রী৷ কৃষকদের জন্য জল সংরক্ষণের কথা তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠানে নানা কথা বলেন ঠিকই, কিন্তু বাস্তবের আরও কিছু চিত্র তুলে ধরেছেন ওই কৃষকরা৷ যেমন রেশন থেকে তোলা চালে পাথার কিংবা বিষ্ঠা থাকার কথা৷ এছাড়া কীটনাশকের ব্যবহারে শস্যে কতটা ক্ষতি হচ্ছে তাও জানান তাঁরা৷ আর তাই তাঁদের স্বপ্ন এমন একটি দেশ, যেখানে খাদ্য থেকে বস্ত্র যেমন এদেশে তৈরি হবে, তেমন তা বিষমুক্তও হবে৷ দেশের বীজ সংরক্ষণ ও তার যথাযথ ব্যবহারে যাতে পদক্ষেপ নেন প্রধামন্ত্রী, সে ব্যাপারেও আর্জি জানান তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement