Advertisement
Advertisement
Farmer Protest

কাঁদানে গ্যাসের ধকল নিতে পারল না শরীর, কৃষক বিক্ষোভে এবার মৃত্যু ২৪-এর চাষির

পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত হয়েছিলেন যুবক। হাসপাতাল নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের মনজিৎ সিংয়ের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে।

Farmer protester dies after Haryana police drop tear gas at border | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 21, 2024 4:45 pm
  • Updated:February 21, 2024 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব ও হরিয়ানা (Punjab and Haryana) সীমানায় কৃষক বিক্ষোভ (Farmer Protest) চলাকালীন ফের প্রাণ হারালেন এক কৃষক। বুধবার সকাল থেকেই শম্ভু সীমানায় শুরু হয়েছিল কৃষক-পুলিশ ধুন্ধুমার। তার মধ্যেই পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত হন ২৪ বছরের শুভ করণ সিং। দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের মনজিৎ সিংয়ের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য-সহ একধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে। ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে দেশের অসংখ্য কৃষক সংগঠন। অন্যদিকে আন্দোলন ঘোষণার পরেই বিক্ষোভ রুখতে প্রস্তুতি শুরু করে দেয় প্রশাসন। বুধবারও পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় লাগাতার টিয়ার গ্যাস ছুড়ে কৃষকদের রোখার চেষ্টা করে পুলিশ। তেমনই একটি টিয়ার গ্যাসের শেলে আহত হন বছর চব্বিশের শুভ করণ সিং। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

Advertisement

 

[আরও পড়ুন: সোনিয়ার হস্তক্ষেপে কাটল জট! উত্তরপ্রদেশে জোট হচ্ছে সপা-কংগ্রেসের, ঘোষণা অখিলেশের]

এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা (Arjun Munda) নতুন করে কৃষকদের সঙ্গে আলোচনার জন্য বৈঠক ডেকেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “চতুর্থ রাউন্ডের পরে সরকার MSP (ন্যূনতম সমর্থন মূল্য)-সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি সব কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” পাশাপাশি কৃষকদের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ করছেন তিনি। উল্লেখ্য, চারবার সরকার-কষক বৈঠকে হলেও কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের প্রস্তাব মানতে নারাজ বলে জানিয়ে দিয়েছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। তারা ট্র্যাক্টরগুলিকেই ‘অস্থায়ী ট্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করছেন। যাবতীয় বিরোধ এড়িয়ে এগিয়ে চলেছেন রাজধানীর দিকে।

 

[আরও পড়ুন: বিয়ে করায় সেনার চাকরি হারান নার্স! কেন্দ্রকে ৬০ লক্ষ ক্ষতিপূরণের সুপ্রিম নির্দেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement