সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুপুরে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা। বিকালেই আটক প্রথম সারির কৃষক নেতারা। কৃষক বিক্ষোভে নতুন করে উত্তাল পাঞ্জাব। বুধবার বিকালে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ফেরার পথে আটক করা হয় কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এবং সারওয়ান সিং পান্ধেরকে। তারপরই নতুন করে উত্তাল হয়ে ওঠে শম্ভু এবং খানাউরি সীমানা।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষিঋণ মকুব, পেনশন চালু করা-সহ কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। চাপ বাড়াতে গত ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন করছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। শুরুর দিকে চিকিৎসা নিতেও রাজি ছিলেন না তিনি। ৫৪ দিন পর সরকার আলোচনায় বসতে রাজি হওয়ায় চিকিৎসা নিচ্ছেন দাল্লেওয়াল। কিন্তু টানা অনশনে তিনি দুর্বল হয়ে পড়েন।
দাল্লেওয়ালের জেদ এবং কৃষকদের আন্দোলনের চাপে নতিস্বীকার করে মোদি সরকার। কৃষকদের সঙ্গে ইতিমধ্যেই ৬ দফা আলোচনা সেরে ফেলেছে কেন্দ্র। যদিও তাতে সুরাহা মেলেনি। বুধবার ছিল সপ্তম পর্যায়ের বৈঠকে। তাতে কেন্দ্রের তরফে তিন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রহ্লাদ যোশী, পীযুষ গোয়েলরা উপস্থিত ছিলেন। কৃষকদের তরফে উপস্থিত ছিলেন দাল্লেওয়াল, পান্ধের-সহ একাধিক নেতা। দাল্লেওয়াল অ্যাম্বুল্যান্সে করে যান বৈঠকে।
চণ্ডীগড়ে ওই বৈঠক ছিল। যথারীতি এদিনও বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক শেষে খানাউরি এলাকায় বিক্ষোভস্থলে ফিরছিলেন কৃষক নেতারা। কিন্তু মাঝরাস্তায় মোহালিতে তাঁদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভ দেখানো শুরু করেন কৃষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কৃষক নেতাদের আটক করা হয় মোহালিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.