Advertisement
Advertisement

জৈন কিশোরীর মৃত্যুতে পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নয়

একটানা দু’মাস উপবাসের জন্যই ওই কিশোরীর মৃত্যু হয়৷

Family of Jain girl who died after fasting won’t face murder charge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 3:04 pm
  • Updated:January 9, 2020 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রত পালন করতে গিয়ে জৈন কিশোরীর মৃত্যু হওয়ার ঘটনায় পরিবারের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিল হায়দরাবাদ পুলিশ৷

আরাধনা নামে ওই জৈন কিশোরী পরিবারের সৌভাগ্য কামনায় ‘চতুর্মাস’ নামে একটি ব্রত পালন করছিলেন৷ ব্রত পালনের জন্য হায়দরাবাদের ওই কিশোরী একটানা ৬৮ দিন উপোস করে ছিলেন৷ একটানা দু’মাস কিছু না খাওয়ার কারণেই ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েন৷ শেষ পর্যন্ত উপবাসের জন্যই ওই কিশোরীর মৃত্যু হয়৷

Advertisement

এই ঘটনায় স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠনগুলি কিশোরীর পরিবারকে দায়ী করেছিল৷ তাঁদের তরফ থেকে দাবি করা হয়, কিশোরীর পরিবার তাকে ব্রত পালনের জন্য জোর করেছিল৷ শুধু তাই নয়, সংস্থার আরও দাবি, কিশোরীর বাবার ব্যবসা ভাল না চলায় মেয়েকে এই ব্রত পালনের জন্য অনুরোধ করেছিলেন৷ যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে আরাধনার পরিবার৷ আরাধনার ঠাকুরদা এবং ঠাকুমা জানান, “আরাধনা সন্ন্যাসিনী হতে চাইত৷ আর নিজের ইচ্ছাতেই সে এই উপবাস করেছিল৷”

জৈন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরাধনার মৃত্যু কোনও দুর্ঘটনা নয়৷ তাঁর দেহে কোনও আঘাতের চিহ্নও ছিল না৷ নিজের ইচ্ছে ব্রত পালন করতে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement