Advertisement
Advertisement

Breaking News

Accident

আনন্দ বদলে গেল বিষাদে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জনের

মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।

Family of five died in bike accident in UP। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:June 24, 2023 10:16 am
  • Updated:June 24, 2023 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি মোটরসাইকেলে পাঁচ জন! যা ডেকে নিয়ে এল ভয়ানক বিপদ। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশু-সহ একই পরিবারের পাঁচ সদস্যের। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর-লখনউ রোড সংলগ্ন এলাকায়।

এলাকার সার্কেল অফিসার অমিত চৌরাশিয়া জানান, “ওই পরিবারের সকলে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন শুক্রবার ভোরে। তখনই দুর্ঘটনাটি(Accident) ঘটে। তবে ঠিক কি কারণে ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, মোটরসাইকেলটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারায় অথবা অন্য কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল।” দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

Advertisement

[আরও পড়ুন:সংঘের সতর্কবার্তার পরই তৎপর কেন্দ্র, ভোটের আগেই কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম]

ওই অফিসার জানিয়েছেন, মৃতদের সকলেরই মাথায় গুরুতর চোট রয়েছে। দেহগুলি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতেরা হলেন রঘুবীর(৩৪), তাঁর স্ত্রী জ্যোতি (৩০), জুলি(৩৬)। মৃত্যু হয়েছে  রঘুবীর ও জ্যোতির সন্তানদেরও। তারা হল বছর তিনেকের অভি এবং মাত্র পাঁচ বছর বয়সি কৃষ্ণ। 

পথ দুর্ঘটনা রুখতে একাধিক সতর্কতা প্রচার করা হয়। তা সত্ত্বেও কীভাবে একটি মোটরবাইকে পাঁচজন উঠলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিজেদের গাফিলতিতেই কী ওই পরিবারকে বড় বিপদের মুখে দাঁড় করল, দুর্ঘটনা যেন তুলে দিল সেই প্রশ্নচিহ্নও। 

[আরও পড়ুন:‘বিরোধীরা সবাই পাত্র, বরযাত্রী কই?’ বিজেপির খোঁচার পরই রাহুলকে বিয়ের পরামর্শ লালুর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement