Advertisement
Advertisement
Finance Ministry Pension

বেতনের ৪৫ শতাংশ পেনশন সরকারি কর্মীদের? ‘ভুয়ো খবর’, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র

পেনশন স্কিম পর্যালোচনা করতে সক্রিয় মোদি সরকার।

False news on introducing new pension scheme, says Finance Ministry | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 22, 2023 7:24 pm
  • Updated:June 22, 2023 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মীদের পেনশন নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেয়নি। সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে বৃহস্পতিবার সাফ এই কথা ঘোষণা করল অর্থমন্ত্রক। শোনা গিয়েছিল, শেষ বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ অর্থ পেনশন হিসাবে পাবেন সরকারি কর্মীরা- এমন নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার। কিন্তু এই দাবি নস্যাৎ করে অর্থমন্ত্রক (Finance Ministry) জানিয়েছে, পেনশন কাঠামোর বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবারেই খবর ছড়িয়ে পড়ে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employee) শেষ প্রাপ্ত বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন নিশ্চিত করতে পারে মোদি সরকার। মার্কেট-লিঙ্কড পেনশন স্কিমে আপত্তি তোলা রাজ‌্যগুলিকে স্বস্তি দিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আধিকারিকদের সূত্রে জানা যায়, কেন্দ্র পুরনো পেনশন স্কিমে (Pension Scheme) ফিরে যাবে না। তবে নতুন পেনশন স্কিমে (ন‌্যাশনাল পেনশন স্কিম) কিছু সংশোধন আনা হতে পারে। 

Advertisement

[আরও পড়ুন: মোদি মন্ত্রেই মাত আমেরিকা! এবার ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন]

এই খবর ছড়িয়ে পড়ার পরেই বৃহস্পতিবার টুইট করা হয় অর্থমন্ত্রকের তরফে। জানানো হয়, “অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটের সময় পেনশন প্রসঙ্গে অর্থমন্ত্রী যা ঘোষণা করেছিলেন, তা নিয়ে এখনও আলোচনা চলছে। পেনশন ব্যবস্থার সঙ্গে জড়িতদের সঙ্গেও কথা বলছেন কমিটির সদস্যরা। তবে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থাকা কর্মীদের পেনশন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

ইতিমধ্যেই একাধিক বিরোধী শাসিত রাজ্যে পুনর্বহাল হয়েছে পুরনো পেনশন স্কিম। এই নিয়ম অনুযায়ী, শেষ বেতনের ৫০ শতাংশই পেনশন হিসাবে পান সরকারি কর্মীরা। অন্যদিকে, নতুন পেনশন স্কিম নিয়ে আপত্তি তুলেছে বিজেপি শাসিত রাজ্যগুলির অনেকেই। সূত্রের খবর, ২০০৪-এর পর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কার, ন‌্যাশনাল পেনশন স্কিম পুনঃপর্যালোচনার জন‌্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সংশ্লিষ্ট দফতরকে চাপ দিচ্ছেন।

[আরও পড়ুন: শাহরুখের পর এবার ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত, কোন টিমে টাকা ঢাললেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement