Advertisement
Advertisement
Salve

‘দেশের মাটিতে দাঁড়িয়ে বলতে পারছেন গণতন্ত্র মৃত, তবু…’ মোদি সরকারের সমর্থনে মন্তব্য সালভের

রাহুলের 'মোদি-পদবি' মন্তব্য নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন সলিসিটর জেনারেল।

'False narrative on democracy created mostly within India' claims Harish Salve। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 8, 2023 6:52 pm
  • Updated:August 8, 2023 6:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ‘গণতন্ত্রের মৃত্যু’ নিয়ে একধরনের মিথ্যে ছড়ানো হচ্ছে। বাক স্বাধীনতাকে দেশের উন্নয়নের গতিকে রুখতে ব্যবহার করা হচ্ছে। এমনই দাবি করতে দেখা গেল দেশের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভেকে (Harish Salve)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা বলেন তিনি। প্রসঙ্গত, এর আগেও বিজেপির (BJP) সমর্থনে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

সালভের মতে, দেশের প্রগতি রুখতে দেশের আদালতকে ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায়, ”ভারতের ধারণা বদলে যাচ্ছে। কোনও দেশই চাইবে না অন্য দেশ তাদের ছাড়িয়ে যাক। যেমন, আমাদের সবচেয়ে বড় ‘বন্ধু’ চিন। ভারতের সঙ্গে সরাসরি অর্থনৈতিক বিরোধে লিপ্ত- এই দেশগুলি আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে।”

Advertisement

[আরও পড়ুন: এবার বাংলাদেশে পুড়ল কোরান, প্রতিবাদে পথে জনপ্লাবন]

সেই সঙ্গে তিনি বলেছেন, ”ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কেউ কিছু বলতে পারছে না। তাই একটা ভাষ্য তৈরি করা হয়েছে ‘ভারতে গণতন্ত্র মৃত।’ আপনি যে ভারতে দাঁড়িয়ে বলতে পারছেন গণতন্ত্র মৃত, সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে গণতন্ত্র জীবন্ত। দুর্ভাগ্যজনক ভাবে এই ভাষ্যটা তৈরি হয়েছে মূলত ভারতেই।” তাঁর মতে মুক্ত বাণিজ্য চুক্তিতে ব্রিটেনের সঙ্গে সমান পদক্ষেপ করছে ভারত।

রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। সালভের মতে, রাহুল সংসদে মোদি পদবিধারীদের নিয়ে যা বলেছেন তা অত্যন্ত অসম্মানজনক। সেই সঙ্গে তিনি যোগ করেছেন, কংগ্রেস নেতা সম্পর্কে সুপ্রিম কোর্টের যে রায় তা মামলার গতিপ্রকৃতি দেখে নয়, তাঁর লোকসভা কেন্দ্রের প্রতি উদ্বেগ থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ”রাহুল গান্ধী (Rahul Gandhi) দোষী কি দোষী নন, সেটা অন্য বিষয়। কিন্তু ওঁর কথা বলার ভঙ্গি ছিল অত্যন্ত অসম্মানজনক। সকলেই জানে, উনি যতই অস্বীকার করুন, উনি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার। এমন ভাষা ব্যবহার কি ওঁকে মানায়?”

[আরও পড়ুন: ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী! টলিপাড়ার কোন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement