ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা যাবে না- নতুন আইন প্রণয়ন করে জানিয়ে দিল হরিয়ানা (Haryana) সরকার। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ দশ বছরের জেলও হতে পারে অভিযুক্তের। নতুন আইনে আরও বলা হয়েছে, নিজের ধর্মীয় পরিচয় লুকিয়ে কেউ যদি বিয়ে করেন, তাহলেও জেলের সাজা পেতে হবে। সেই সঙ্গে বিপুল আর্থিক জরিমানাও দিতে হবে অভিযুক্তকে। একসঙ্গে অনেকের ধর্মান্তরণ (Anti Conversion) করলেও সাজার মুখে পড়তে হবে, সেরকমটাই বলা হয়েছে হরিয়ানার নতুন আইনে।
নয়া আইনে বলা হয়েছে, লোভ দেখিয়ে বা জোর করে যদি কারোওর ধর্ম পরিবর্তন করা হয়, তাহলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল খাটতে হবে অভিযুক্তকে। সেই সঙ্গে এক লক্ষ টাকার জরিমানা দিতে হবে। তবে বিয়ে করার উদ্দেশ্যে যদি কোনও ব্যক্তি নিজের ধর্মীয় পরিচয় গোপন করে, সেই কাজকেও অপরাধ বলে গণ্য করছে হরিয়ানার নয়া আইন। তিন থেকে দশ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে।
শাস্তির আওতায় আনা হয়েছে গণ ধর্মান্তকরণকেও। এহেন অনুষ্ঠান আয়োজন করার আগে জেলাশাসকের অনুমতি নিতে হবে। একসঙ্গে অনেকের ধর্ম পরিবর্তনের অনুষ্ঠান যদি বেআইনিভাবে আয়োজন করা হয়, তাহলেও কারাদণ্ড ও জরিমানার মুখে পড়তে হবে। প্রসঙ্গত, বেআইনি ধর্মান্তকরণ রুখতে আগেই বিল পাশ হয়েছিল বিজেপি শাসিত হরিয়ানা বিধানসভায়। রাজ্যপালের সই হয়ে সেই বিল আইনে রুপান্তরিত হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু মেয়েকে বিয়ের পরিকল্পনা করেছিল এক মুসলিম যুবক। পরে অবশ্য ধরা পড়ে সে। ইতিমধ্যেই ধর্মান্তকরণ রুখতে কড়া পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার। সে রাজ্যের আইন অনুযায়ী, বিয়ের জন্য কোনও মহিলার ধর্ম পরিবর্তন করলে তা বাতিল করা হবে। বিয়ের পর ধর্ম পরিবর্তন করতে চাইলে জেলাশাসকের অনুমতিও নিতে হবে। আইন বিরুদ্ধ কাজ করলে কড়া শাস্তির ব্যবস্থাও করা হয়েছে এই আইনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.