সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সদস্য হলেন ইমরান খান! শুনতে অবাক লাগলেও, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক প্রধানমন্ত্রীর বিজেপির সদস্যতা অভিযানের আই কার্ডের ছবি৷ যেখানে দেশের জায়গায় ভারত নয়, লেখা রয়েছে পাকিস্তানের নাম৷ আর এই কার্ডকে ঘিরে নড়েচড়ে বসেছে পদ্ম শিবির৷ বিজেপির আই কার্ডে ইমরানের ছবি দেখে ক্ষোভে প্রকাশ করেন গেরুয়া শিবিরের অনেক নেতাই৷ ঘটনাটি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা৷ আর এরপরই ফাঁস হয় আসল রহস্য৷
[ আরও পড়ুন: মোষের শিং পালিশ করতে ১৬ লক্ষ টাকার তেল! লালু জমানায় দুর্নীতির পাহাড় বিহারে ]
জানা গিয়েছে, সম্প্রতি এমন একটি বিতর্কিত ছবি আসে আহমেদাবাদ বিজেপির সাধারণ সম্পাদক কমলেশ প্যাটেলের মোবাইলে৷ ঘটনাটি পুলিশকে জানান তিনি৷ তদন্তে নামে পুলিশ৷ এরপরই সত্য উন্মোচিত হয়৷ তদন্তকারীরা জানতে পারেন, ইমরানের আই কার্ডের এই ভুয়ো ছবিটি তৈরি করেছে আহমেদাবাদের বাসিন্দা গুলাম ফরিদ শেখ নামে এক ব্যক্তি৷ তার মোবাইল থেকে ছবিগুলো প্রথম সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো পাঠানো হয়৷ এরপর সেই ছবিগুলোই ভাইরাল হয়৷ ইতিমধ্যে অভিযুক্ত গুলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। পুলিশকে দেওয়া বয়ানে অভিযুক্ত জানিয়েছে, নেহাতই মজার ছলে এই ছবিগুলো বানিয়েছে সে৷ এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না৷ কোনও উসকানিমূলক কাজ করার ইচ্ছাও ছিল না তার৷ যদিও বিষয়টিকে হালকা ভাবে দেখতে নারাজ বিজেপি নেতা কমলেশ প্যাটেল৷ তাঁর দাবি, ‘‘বিজেপির বদনাম করার জন্যই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি শেয়ার করেছেন অভিযুক্ত ফরিদ।’’ সূত্রের খবর, কেবল পাক প্রধানমন্ত্রী নন, ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপু ও গুরমিত রাম রহিমেরও এমন জাল আই কার্ডের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷
[ আরও পড়ুন: জঙ্গির গুলিতে নিহত জওয়ান, দাদাকে সম্মান জানাতে সেনায় যোগ দুই ভাইয়ের ]
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীরও সদস্যতা অভিযানের জাল আই কার্ডের ছবি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়৷ যা নিয়েও মাথাচাড়া দেয় বিতর্ক৷ প্রসঙ্গত, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের ক্ষমতায় আসার পরেই, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সমগ্র দেশজুড়ে শুরু হয়েছে বিজেপির সদস্যতা অভিযান৷ অনলাইনে গেরুয়া শিবিরের সদস্য হচ্ছেন অনেকে৷ শনিবার এ বিষয়ে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানান, বিজেপির নতুন সদস্যের সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে গিয়েছে। তাঁদের প্রাথমিক লক্ষ্য ২০ কোটি সদস্য তৈরি করা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.