সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে অস্ত্রোপচার করছেন ভুয়ো ডাক্তার! তাও আবার হৃদরোগীর! শুনতে আশ্চর্য লাগলেও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের এক বেসরকারি মিশনারি হাসপাতালে। ভুয়ো চিকিৎসকের অস্ত্রোপচারের জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ প্রশাসন।
জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের দামোহ শহর এলাকার। নিজেকে লন্ডন ফেরত হৃদরোগ বিশেষজ্ঞ এন জন কেম বলে দাবি করে ওই হাসপাতালে চাকরি নেন এক যুবক। এরপর ওই হাসপাতালে রোগীদের চিকিৎসা শুরু করেন। এমনকী হৃদরোগীদের অস্ত্রোপচারও করেন। তাঁর চিকিৎসায় একের পর এক রোগীর মৃত্যু হতে শুরু করলে সন্দেহ বাড়ে। তদন্তে জানা যায়, ওই ভুয়ো চিকিৎসকের নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। তবে ৭ জনের মৃত্যুর খবর প্রশাসনিকভাবে জানা গেলেও ওই ভুয়ো চিকিৎসকের কারণে বাস্তব মৃতের সংখ্যাটা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্কা কানুনগো বলেন, ওই হাসপাতালটি আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রয়েছে। এবং সরকারি টাকাও পাচ্ছে। ওই হাসপাতালের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি ওনাকে একজন ভুয়ো চিকিৎসক কাজ করছেন। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। এই অভিযোগকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি। গোটা ঘটনার তদন্ত চলছে। এদিকে গোটা ঘটনার তদন্তে নেমে ওই হাসপাতালের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, এন জন কেম একজন ব্রিটিশ খ্যাতনামা চিকিৎসক। তাঁর ডিগ্রি জাল করে চাকরিতে ঢোকেন এই অভিযুক্ত। ইতিমধ্যেই নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব নামের ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
দামোহ জেলার পুলিশ সুপার অভিষেক তিওয়ারি বলেন, আমরা বর্তমানে হাসপাতালের একাধিক মৃত্যুর তদন্ত করছি। জেলাশাসক সুধীর কোচর বলেন, তদন্ত শেষ হওয়ার পরই প্রশাসনের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে ভুয়ো চিকিৎসকের কবলে পড়ে হাসপাতালে একের পর এক রোগীর মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.