সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরল (Kerala) বিধানসভা নির্বাচনে শূন্যতেই শেষ করেছে গেরুয়া শিবির। একটিও আসন না পাওয়া বিজেপিকে (BJP) ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করেছিলেন কেরলের কবি কে সচ্চিদানন্দন (K Satchidanandan)। তারপরই তাঁর পেজকে ২৪ ঘণ্টার জন্য সাসপেন্ড করে দিল ফেসবুক! সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারজয়ী মালয়ালি ভাষার খ্যাতনামা এই কবির অবশ্য সাফ কথা, ‘‘আমাকে যদি ফেসবুক অথবা গণতন্ত্র ও মানবাধিকারের মধ্যে একটাকে বাছতে হয়, তাহলে কোনটাকে বাছব তা নিয়ে আমার কোনও সংশয় নেই।’’
ঠিক কী হয়েছিল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এবিষয়ে কথা বলার সময় সচ্চিদানন্দন জানাচ্ছেন, ‘‘গত রাতে এটা হয়েছে। আসলে আমি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের হার নিয়ে অমিত শাহ ও বিজেপির কেরল ইউনিটকে ব্যঙ্গ করা একটি ভিডিও শেয়ার করেছিলাম। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আরও একটি ভিডিও-ও শেয়ার করেছিলাম। দু’টোই আমি হোয়াটসঅ্যাপে পেয়েছিলাম।’’
সচ্চিদানন্দন জানিয়েছেন, এর আগে গত ২১ এপ্রিল তাঁকে ফেসবুকের তরফে সতর্ক করা হয়েছিল। মুছে দেওয়া হচ্ছিল তাঁর কমেন্টগুলিও। এবার তাঁর পেজটিকে সাসপেন্ড করে দেওয়া হল একদিনের জন্য। এই সময়কালে তিনি ফেসবুকে কোনও পোস্ট করতে পারবেন না। কিছু শেয়ারও করা যাবে না। এমনকী, কোথাও কমেন্টও করতে দেওয়া হবে না তাঁকে। তিনি আরও জানিয়েছেন, এরই পাশাপাশি আগামী ৩০ দিন তিনি কোনও ‘ফেসবুক লাইভ’-ও করতে পারবেন না। ফেসবুকের এই পদক্ষেপের বিরুদ্ধে সচ্চিদানন্দনের জবাব, ‘‘বারো বছরের কবিতা ও প্রতিবাদকে ২৪ ঘণ্টার জন্য নিস্তব্ধ করে দিয়ে মুছে ফেলা সম্ভব নয়।’’
প্রসঙ্গত, কে সচ্চিদানন্দন মালয়ালি ভাষার একজন কিংবদন্তি কবি। কবিকৃতির জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও পেয়েছেন কেরল সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। কবিতা ছাড়াও নাটক, কলাম, অনুবাদ, সম্পাদনা- নানা বিভাগেই তাঁর খ্যাতি সর্বজনবিদিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.