Advertisement
Advertisement

Breaking News

Facebook

দিল্লি হিংসার ঘটনায় দায়ী ফেসবুকও! এবার‌ সংস্থাকে তলব করল দিল্লি বিধানসভা

বিদ্বেষমূলক মন্তব্যেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে।

Facebook India summoned by Delhi Assembly over hate content, likely to be involved in Delhi Riots probe
Published by: Abhisek Rakshit
  • Posted:September 12, 2020 8:11 pm
  • Updated:September 12, 2020 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ফের বিপাকে ফেসবুক ইন্ডিয়া (Facebook India)। দিল্লির (Delhi) ঘটনায় উসকানিমূলক এবং হিংসা–বিদ্বেষ ছড়াতে পারে এমন মন্তব্যকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলেনি ফেসবুক কর্তৃপক্ষ। এই অভিযোগের কারণেই সম্প্রতি দিল্লি বিধানসভার তরফে সমন পাঠানো হয়েছে ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর তথা ভাইস প্রেসিডেন্ট অজিত মোহনকে (Ajit Mohan)। আগামী ১৫ সেপ্টেম্বর ফেসবুকের ওই শীর্ষ আধিকারিককে এই মামলায় জবাবদিহি করতে উপস্থিত থাকতেও বলেছে দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি কমিটি।

[আরও পড়ুন:‌ প্রতারণা চক্রের জালে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, ১০ টাকা দিতে গিয়ে দশ লাখ খোয়ালেন বৃদ্ধা!]

একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুক (Facebook)। এর আগে এমনই অভিযোগে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে। গুরুতর এই অভিযোগের জবাব চেয়ে সম্প্রতি লোকসভার সংসদীয় কমিটির তরফে সমন পাঠানো হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে। এরই মাঝে এবার ফেসবুককে তলব করল দিল্লি বিধানসভা। বিধানসভার এই কমিটির অধ্যক্ষ রাঘব চাড্ডা (Raghav Chadha) এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, দিল্লি হিংসার ঘটনায় ফেসবুকে যে উসকানি এবং হিংসামূলক মন্তব্য ছড়ানো হয়েছিল সেই ঘটনার তদন্ত করছে বিধানসভা। আর তাই ফেসবুক কর্তৃপক্ষকে জবাব দিহি করতে বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন:‌ দেশীয় সংস্থার হাত ধরে ফিরতে পারে PUBG, ভারতীয় পার্টনার খুঁজছে কোরীয় সংস্থা!]

তিনি আরও বলেন, ‘‌‘‌দিল্লি হিংসার সময় ফেসবুকে যে ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো হয়েছিল, তাতে বিধানসভার কমিটি বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান শুনেছে। তা শোনার পরই কমিটির মনে হয়েছে, এই ঘটনার জন্য ফেসবুক কর্তৃপক্ষও সমান দোষী। আর তাই তাদের মতামত শোনা এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সমন পাঠানো হয়েছে।’‌’‌ জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের তালিকায় বিখ্যাত লেখক পরাঞ্জয় গুহঠাকুরতা, ডিজিটাল রাইটস অ্যাক্টিভিস্ট নিখিল পাহাওয়ার মতো ব্যক্তিত্বরা রয়েছেন।

[আরও পড়ুন:‌ কাশ্মীরি যুবকদের দলে টানবে জঙ্গিরা, আশঙ্কায় সেপ্টেম্বরেও ভূস্বর্গে ফিরছে না 4G ইন্টারনেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement