Advertisement
Advertisement
Fabindia

হিন্দু সংস্কৃতির অপমান! নেটিজেনদের রোষানলে জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক সংস্থা

সংস্থার দিওয়ালি ক্যাম্পেনকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত।

Fabindia highly criticized for Diwali campaign Jashn-e-Riwaaz | Sangbad Partdin
Published by: Suparna Majumder
  • Posted:October 18, 2021 10:01 pm
  • Updated:October 18, 2021 10:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু সংস্কৃতির অপমানের অভিযোগে নেটদুনিয়ার একাংশের রোষানলে পোশাক প্রস্তুতকারক সংস্থা ফ্যাবইন্ডিয়া (Fabindia)। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তৈরি করা পোশাক বয়কটের ডাক দেওয়া হয়েছে। 

ঘটনার সূত্রপাত হয় ফ্যাব ইন্ডিয়ার দিওয়ালি ক্যাম্পেনকে (Diwali Campaign) কেন্দ্র করে।  যার নাম দেওয়া হয় ‘জশন-এ-রিওয়াজ’  (Jashn-e-Riwaaz)। সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু মডেলের ছবি পোস্ট করে ক্যাম্পেনের ঘোষণা করা হয়। 

Advertisement

Jashn-e-Riwaaz

[আরও পড়ুন: জঙ্গি হামলায় রক্তাক্ত ‘ভূস্বর্গ’, পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুর উদ্দেশে রওনা দিলেন সেনাপ্রধান নারাভানে]

ফ্যাবইন্ডিয়ার এই ক্যাম্পেন নিয়েই আপত্তি তোলেন নেটিজেনদের একাংশ। “কোনও বিন্দি নেই, এই ধরনের পোশাক হিন্দুদের নয়, এটি মুঘল স্টাইলের ফ্যাশন”, এমন দাবি করা হয়।  ক্যাম্পেনের ‘জশন-এ-রিওয়াজ’ নাম নিয়েও আপত্তি তোলা হয়। এটি হিন্দু সংস্কৃতির বিরোধী বলেও অভিযোগ করা হয়।  “শেম অন ফ্যাবইন্ডিয়া” কথাটিও লেখা হয় টুইটারে। সংস্থার পোশাক বয়কট করার ডাক দেওয়া হয়।

 

এ বিষয়ে বিজেপি নেতা তেজস্বী সূর্য লেখেন, “দীপাবলি জশন-এ-রিওয়াজ নয়। এর মাধ্যমে হিন্দু উৎসবের অপমান করা হচ্ছে। মডেলদের পরনে হিন্দু পোশাক পর্যন্ত নেই। এটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার”

Tejasvi Surya tweet

[আরও পড়ুন: প্রকাশিত CBSE দশম ও দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ, বদল একাধিক নিয়মে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement