Advertisement
Advertisement

Breaking News

২৫ নয়া চুক্তির প্রস্তাব নিয়ে দিল্লিতে হাসিনা, রাতেই পৌঁছচ্ছেন মমতা

তিস্তা চুক্তির জট কি খুলবে?

Eying Teesta, defence deal Bangladesh PM Sheikh Hasina lands in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 9:39 am
  • Updated:June 23, 2022 7:50 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: সাত বছর বাদে চারদিনের জন্য ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২৫টি চুক্তি প্রস্তাব নিয়ে দিল্লির দরবারে এসেছেন তিনি৷ শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হাসিনাকে দিল্লির পালাম বিমানবন্দরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও৷

[দেশাত্মবোধক দৃশ্য বাদ দিলে পাকিস্তানে মুক্তি পাবে না ‘দঙ্গল’: আমির]

Advertisement

এদিন দুপুরেই রইসিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা৷ বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে গোটা বাংলা৷ কারণ হাসিনার সফরের মূল আলোচ্য বিষয় তিস্তা চুক্তি৷ যদিও সরকারিভাবে হাসিনার কর্মসূচিতে তিস্তা চুক্তির বিষয়টির উল্লেখ নেই৷ তবু সবার কাছেই স্পষ্ট, শনিবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসিনার মধ্যাহ্নভোজের সময় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবেই৷

[ধর্ম আর রাজনীতি এক নয়, ফের বার্তা মুখ্যমন্ত্রীর]

এদিন রাতেই রাজধানী পৌঁছচ্ছেন মমতা৷ মূলত রাষ্ট্রপতির আমন্ত্রণেই দিল্লি যাচ্ছেন তিনি৷ শনিবারের মধ্যাহ্নভোজ ছাড়াও মোদি-মমতা-হাসিনা রাষ্ট্রপতির আমন্ত্রণ রক্ষা করে নৈশভোজেও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, গত বছরের জুন মাসে তিস্তা চুক্তি নিয়ে মমতাতেই আস্থা রাখার কথা বলেছিল শেখ হাসিনা সরকার৷ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোজাম আলি নিজে নবান্নে মমতার সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের এই আস্থার কথা জানিয়েছিলেন৷ তাই শনিবার তিন নেতা-নেত্রীর একত্রিত হওয়ার এই ঘটনা তিস্তা চুক্তি নিয়ে জট খোলার সম্ভাবনাকে ভালভাবেই উসকে দিচ্ছে৷

[মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব কৈলাস বিজয়বর্গীয়]

এছাড়াও শনিবার ভিডিও কনফারেন্সে কলকাতা থেকে খুলনা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেন-বাস চলাচলের সূচনা করা হবে৷ প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা হতে পারে মোদি-হাসিনার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement