সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান যতই ভুয়া বলে দাবি করুক, সার্জিক্যাল স্ট্রাইক যে হয়েছিল তা নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ কার্যত থাকল না৷ ভারতীয় সেনার পক্ষ থেকে ৯০ মিনিটের ভিডিও সরকারের কাছে জমা তো দেওয়া হয়েইছে৷ পাশাপাশি এবার সামনে এল প্রত্যক্ষদর্শীদের বয়ান৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে সীমান্তে বাস করেন এমন বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷ তাদের বয়ানে স্পষ্ট প্রমাণ হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল৷ তাঁরা জানিয়েছেন, সেদিন রাতে বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন তাঁরা৷ আল-হাওয়াই ব্রিজের কাছে লস্কর জঙ্গির ডেরা ধ্বংস হয়ে যেতেও দেখেছেন তাঁরা৷ পাঁচ কিংবা ছয় জঙ্গির মৃতদেহ ভোরে একটি ট্রাকে করে নিয়ে আসা হয়৷ এমন কিছু জায়গায় অপারেশন হওয়ার বর্ণনা দিচ্ছেন তাঁরা, যা ভারত বা পাক কোনও প্রশাসনই এখনও প্রকাশ করেনি৷ কিন্তু সেই সব জায়গাগুলোয় জঙ্গি লঞ্চপ্যাড থাকার সম্ভাবনা প্রবল৷
সে রাতে প্রচণ্ড গোলাগুলির মধ্যে বাইরে আসা সম্ভব হয়নি কারওর পক্ষেই৷ তাই ভারতীয় সেনাদের চোখে দেখেননি তাঁরা৷ কিন্তু পরদিন লস্করদের বিক্ষোভ দেখেছেন তাঁরা৷ পাক সেনারা যে সীমান্ত রক্ষা করতে পারে না, এই বলে দোষারোপ করছিলেন তাঁরা৷ প্রত্যক্ষদর্শীরা আরও জানাচ্ছেন যে, জামাত-উদ-দাওয়ার এক শাখা পরদিন চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করে৷ আসলে ভারতীয় সেনাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কাজেই ব্যবহার করা হয়েছিল এই মঞ্চকে৷ এঁদের বয়ানে স্পষ্ট যে ভারতীয় সেনার আক্রমণে সেদিন পর্যদুস্ত হয়েছিল জঙ্গিরা৷ পাকিস্তান এতদিন যে দাবি করে চলেছিল তা প্রায় নস্যাৎ হতে চলেছে এই বয়ানে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.