Advertisement
Advertisement
Vande Bharat

ভোপালে ৫ বন্দে ভারত ট্রেনের উদ্বোধন মোদির, পাখির চোখ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন

আজই ১০ লক্ষ বুথ স্তরের বিজেপি কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির।

Eye On Madhya Pradesh Polls, PM Narendra Modi Flags Off 5 Vande Bharat Trains In Bhopal | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 27, 2023 1:14 pm
  • Updated:June 27, 2023 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের একাধিক রাজ্যে গবাদি পশুর সঙ্গে সংঘর্ষে থমকেছে অত্যাধুনিক তথা দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্প্রতি পুরী-হাওড়া বন্দে ভারতে ইঞ্জিনের গোলমালে অস্বস্তিতে পড়েন যাত্রীদের একাংশ। এসি বিকল হওয়ায় দমবন্ধ অবস্থা হয় যাত্রীদের। তথাপি বন্দে ভারত মোদি সরকারের অন্যতম তাস, বিরোধীদের এই কটাক্ষ উড়িয়ে মঙ্গলবার ভোটমুখী মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সগর্বে ৫টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নেড়ে ভোপাল থেকে ইন্দোরগামী এবং ভোপাল থেকে জব্বলপুরগামী দু’টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন মোদি। উল্লেখ্য, চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে। তবে মঙ্গলবার আরও তিনটি বন্দে ভারত ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেগুলি মাদগাঁও (গোয়া)-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস, ধারওয়াদ-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং হাতিয়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এদিন ট্রেনগুলির উদ্বোধনের পর মোদি বলেন, “এই ট্রেনগুলি মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, বিহার এবং ঝাড়খণ্ডে সংযোগকে উন্নত করবে।”

Advertisement

[আরও পড়ুন: ভারতে ১০ হাজার কোটির লগ্নি লুলু গ্রুপের, বিপুল কর্মসংস্থানের সুযোগ]

রাজ্যে দুটি এবং দেশের পাঁচটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে মোদির সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ। সরকারি অনুষ্ঠানের পর এদিনই রাজ্যের ১০ লক্ষ বুথ স্তরের বিজেপি কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মোদি। বলা বাহুল্য, এই আলাপচারিতা বছর শেষের ভোটের দিকে তাকিয়েই। 

[আরও পড়ুন: পুরোহিতের জাত বিচার্য নয়, যুগান্তকারী রায় মাদ্রাজ হাই কোর্টের]

দেশে নতুন আরও পাঁচটি বন্দে ভারত চালু হলেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে ওড়িশায় রেল দুর্ঘটনার পর থেকেই। এথনও পর্যন্ত যার কারণ সন্দিহান রেল মন্ত্রক। তদন্ত চালাচ্ছে সিবিআই। এদিকে গোটা দেশের রেলপথ কবে ‘কবচে’ মোড়া হবে তা কলকাতায় এসে বলতে পারেননি খোদ দেশের রেলমন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement