Advertisement
Advertisement
malay Ghatak

মলয় ঘটকের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, দিল্লি হাই কোর্টে ‘মৌখিক আশ্বাস’ ইডির

১২ এপ্রিল অন্য বেঞ্চে শুনানি মলয় ঘটকের আরজির।

Extreme steps will not be taken against Malay Ghatak, primarily says ED | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2023 4:43 pm
  • Updated:April 6, 2023 4:43 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: ইডির (Enforcement Directorate) তলব এড়াতে দিল্লির হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার তাঁর আবেদনের শুনানি থাকলেও তা শোনেননি বিচারপতি। অন্য বেঞ্চে পাঠিয়ে দেন মামলা। তবে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন বিচারপতি। আপাতত রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না ইডি, এই মর্মে বিচারপতিকে মৌখিকভাবে জানিয়েছেন ইডির আইনজীবীও।

কয়লা পাচার মামলায় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। এদিন মামলা এজলাসে উঠতেই বিচারপতি জানান, মলয় ঘটক রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রী। তাই তাঁর এধরনের আবেদনের শুনানি হবে মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। ১২ এপ্রিল ওই বেঞ্চে মলয় ঘটকের আবেদনের শুনানি হবে।

Advertisement

[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]

এর প্রক্ষিতে ইডির আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন, যাতে মাঝের সময়টার জন্য মলয় ঘটককে রক্ষাকবচ দেন। ইডির আইনজীবীকে মৌখিকভাবে নির্দেশ দেন, যাতে এই সময় মলয় ঘটকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়। মৌখিকভাবে আশ্বাস দেন ইডির আইনজীবীও। তবে এ প্রসঙ্গে বলে রাখা দরকার, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও এধরনের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের কাছে লিখিত নথি ছাড়া কোনও কিছু গ্রহণযোগ্য় নয়।

[আরও পড়ুন: খলিস্তানি তাণ্ডবের পর এবার হিন্দু মন্দির ভাংচুর কানাডায়, লেখা হল ভারত বিরোধী স্লোগান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement