সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ‘মোস্ট ওয়ান্টেড’ অনমোল এই মুহূর্তে রয়েছেন আমেরিকায়। মহারাষ্ট্রের এক আদালত তাঁর নামে জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু করেছে।
প্রায় তিন দশক আগে কৃষ্ণসার হরিণ হত্যার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সম্প্রতি বাবা সিদ্দিকিকে খুনের দায়ও স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও কুখ্যাত কর্মকাণ্ডের জন্য পরিচিত বিষ্ণোই।
কিন্তু লরেন্স বিষ্ণোই বন্দি রয়েছেন গুজরাটের সবরমতি জেলে। সেই ২০১৫ সাল থেকেই। অথচ তাঁর গ্যাংয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠা অব্যাহত থেকেছে। মনে করা হচ্ছে, বিদেশে বসে দাদার হয়ে গ্যাং চালাচ্ছেন অনমোলই। সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় নতুন করে ভেসে উঠেছে তাঁর নাম। পুলিশ মনে করছে অনমোলকে ধরতে পারলে তদন্তের বিষয়ে অনেক কিছু জানা সম্ভব হবে। সেই থেকেই তাঁকে দেশে ফেরাতে মরিয়া মুম্বই পুলিশ। অবশেষে তাঁকে ফেরানোর প্রক্রিয়া শুরু হল। সূত্রের দাবি, ইতিমধ্যেই অনমোলকে ধরতে জারি হয়েছে রেড কর্নার নোটিস।
প্রসঙ্গত, প্রথমে মনে করা হয়েছিল অনমোল রয়েছেন কানাডায়। কিন্তু পরে মার্কিন গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে, তিনি গা ঢাকা দিয়েছেন আমেরিকাতেই। গত মাসে এনআইএ অনমোলকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত করে। ঘোষণা করে লরেন্সের ভাইকে ধরিয়ে দিতে পারলে মিলবে ১০ লক্ষ টাকা পুরস্কার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.