ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর পাসপোর্টে প্রেমিককে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়েই বিপদে পড়লেন মহিলা। করোনা (CoronaVirus) সংকটের জেরে ফাঁস হয়ে গেল দীর্ঘদিনের পরকীয়া। স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের (Uttar Pradesh) পিলভিট জেলার বাসিন্দা ওই মহিলা। বয়স ৩৬ বছর। কাজের সুবাদে গত ২০ বছর ধরে মুম্বইয়ে থাকেন ৪৬ বছরের স্বামী। সেই সুযোগেই এলাকার যুবক সন্দীপ সিংয়ের সঙ্গে মহিলার সম্পর্ক গড়ে ওঠে। মহিলার স্বামী যখন পিলভিটের (Pilibhit) বাড়িতে আসতেন, সেই সময় বাদে বাকি সময় মহিলার বাড়িতেই থাকতেন সন্দীপ। ২ জনের পরকীয়ার খবর এলাকার অনেকেই রাখতেন, শুধু মহিলার স্বামী ছাড়া।
তাহলে কীভাবে বিষয়টি প্রকাশ্যে এল?
গত জানুয়ারি মাসে স্বামীর নামে পাসপোর্ট তৈরি করান মহিলা। সেই পাসপোর্টেই প্রেমিককে নিয়ে প্রমোদ ভ্রমণে অস্ট্রেলিয়া (Australia) পাড়ি দেন। ভেবেছিলেন, দিব্যি ঘুরে-ফিরে সময় মতো ফিরে আসবেন দেশে। বাধ সাধল করোনা (COVID-19) পরিস্থিতি। করোনার জেরেই দেশ-বিদেশের উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাতেই প্রেমিক-সহ অস্ট্রেলিয়ায় আটকে যান মহিলা।
এদিকে মুম্বই থেকে উত্তর প্রদেশে ফিরে আসেন মহিলার স্বামী। দেখেন, বাড়ি সম্পূর্ণ ফাঁকা। স্ত্রী কোথাও নেই। এলাকায় জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, বিদেশ ভ্রমণে গিয়েছেন স্ত্রী। সন্দীপেরও কোনও খোঁজ নেই তখন থেকেই। সন্দেহ হওয়ায় স্থানীয় পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন জানাতে যান ওই ব্যক্তি। সেখানে গিয়ে জানতে পারেন, ইতিমধ্যেই তাঁর নামে একটি পাসপোর্ট ইস্যু করা রয়েছে। তারপরই বিষয়টি জানাজানি হয়। ২৪ আগস্ট প্রেমিককে সঙ্গে নিয়ে বিদেশ থেকে ফেরেন ওই মহিলা। তারপরই স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ৪৬ বছরের ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.