Advertisement
Advertisement

পুজোয় বাড়তি ১১৬টি ট্রেন

যাত্রার ষাট দিন আগেই মিলবে সংরক্ষণের সুযোগ৷

Extra 116 Trains To Run During Durga Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 10:25 am
  • Updated:July 29, 2016 10:25 am

স্টাফ রিপোর্টার: পুজোর ভিড় এড়াতে এবার বাড়তি ১১৬টি ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল৷ রেল জানিয়েছে, এ জন্য বাড়তি ৭১,০০০ যাত্রী রেল ভ্রমণের সুযোগ পাবেন পুজোর সময়ে৷
আগামী ৩ অক্টোবর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত এই ট্রেনগুলি সাপ্তাহিক হিসাবে চালানো হবে৷ ট্রেনগুলি চলবে হাওড়া-এর্নাকুলাম, হাওড়া-চেন্নাই, সাঁতরাগাছি-বান্দিয়া, সাঁতরাগাছি-এটিটিই, সাঁতরাগাছি-পুণে, সাঁতরাগাছি-পুরী, টাটানগর-দুর্গ, টাটানগর-বিশাখাপত্তনমের মাঝে৷ যাত্রার ষাট দিন আগেই মিলবে সংরক্ষণের সুযোগ৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement