Advertisement
Advertisement

বিস্ফোরক নষ্ট করতে গিয়েই সেনার অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণ, নিহত ৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কুলিং প্রসেস৷ 

Explosion in Pulgaon Army depot
Published by: Monishankar Choudhury
  • Posted:November 20, 2018 9:28 am
  • Updated:November 20, 2018 11:03 am  

আপডেট: সেনার অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৷ গুরুতর আহত ১২৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেনা ও প্রতিরক্ষামন্ত্রকের শীর্ষকর্তারা৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ বিস্ফোরক নষ্ট করতে গিয়ে পরিকল্পনামাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল পুলগাঁওয়ের ফায়ারিং রেঞ্জে৷ আর এতেই ঘটে বিপত্তি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ একের পর এক বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের ফলে ওই এলাকায় তাপ নির্গত হয়৷ ফলে ডিপো এলাকার অন্যান্য অস্ত্রশস্ত্র যেমন কামানের গোলা, মিসাইল, গুলিতে বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কুলিং প্রসেস৷  

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনাবাহিনীর ডিপোয় ভয়াবহ বিস্ফোরণ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ার্ধায়৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ঘটনায় আহত বহু৷ অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের ওয়ার্ধার পুলগাঁওয়ে সেনার অস্ত্র ভাণ্ডারে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে৷ চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন৷ কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ৷ সূত্রের খবর, ফায়ারিং রেঞ্জে কিছু বিস্ফোরক ধবংস করতে গেলে দুর্ঘটনাটি ঘটে৷ এদিকে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনার বম্ব স্কোয়াড ও দমকল৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

উল্লেখ্য, ২০১৬ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ওয়ার্ধার পুলগাঁও অস্ত্র ভাণ্ডারে৷ ওই ঘটনায় মৃত্যু হয় দুই অফিসার-সহ ১৬ জন জওয়ানের৷ দেশে এটিই ভারতীয় সেনার সবচেয়ে বড় অস্ত্র ভাণ্ডার৷ দেশের বিভিন্ন কারখানাগুলি থেকে বোমা, গ্রেনেড, রাইফেল, মিসাইল কামানের গোলা পুলগাঁওয়ের ডিপোয় রাখা হয়৷ এখান থেকেই অস্ত্রগুলিকে সেনার বিভিন্ন ইউনিটের হাতে তুলে দেওয়া হয়৷ 

 

[চিনা দাদাগিরি রুখলেন মোদি, মালদ্বীপের সঙ্গে নয়া সম্পর্কের সূচনা ভারতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement