সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম দিল্লির মোতিনগরের সুদর্শন পার্ক এলাকা৷ এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে যায় সেখানকার একটি কারখানায়৷ দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় কোনওক্রমে আগুন আয়ত্তে আসে৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের৷ মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে৷ গুরুতর জখম হয়েছেন আরও আটজন৷ এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ প্রত্যেককেই ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে৷
[সুপ্রিম কোর্টে ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি ]
জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে ভেঙে পড়েছে দ্বিতল কারখানার একটা বড় অংশ। দমকল সূত্রে খবর, আগুন লাগার কারণে কারখানার অন্দরে আটকে পড়েন বহু শ্রমিক৷ রাস্তা সরু হওয়ার ফলে বাইরে আসতে পারেননি তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগলে প্রথমে উদ্ধারকার্য শুরু করেন তাঁরাই৷ খবর পেয়ে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল৷ আসেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিস ও সেরাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের উদ্ধারকারীরা৷ তবে প্রথমে উদ্ধারকার্য শুরু করতে অসুবিধা হয় তাঁদের৷ কারণ প্রচণ্ড ধোঁয়ার কারণে ভিতরের কিছুই দেখতে পারছিলেন না তাঁরা৷ কেবলমাত্র শুনতে পারছিলেন শ্রমিকদের আর্তনাদ৷ ঠিক কতজন কারখানায় আটকে তাও প্রথমে বুঝতে পারছিলেন না বলে, জানিয়েছেন উদ্ধারকারী দলের কর্মীরা৷
[দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অজয় মাকেনের]
স্থানীয়দের অভিযোগ, বেআইনি ভাবে তৈরি হয়েছে এই কারখানাটি এবং কারখানার পরিবেশও বেশ অস্বাস্থ্যকর। এর আগেও ওই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে৷ কিন্তু তা থেকেও শিক্ষা নেননি এই কারখানার মালিক৷ ফলে বৃহস্পতিবার এত বড় দুর্ঘটনা ঘটে গেল৷ পুলিশ সূত্রের খবর, কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
Punjab: Fire breaks out in a pharmaceutical factory at Upkar Nagar in Ludhiana. Fire tenders rushed to the spot. More details awaited. pic.twitter.com/CHGYRgCEnS
— ANI (@ANI) January 3, 2019
Delhi: A part of a factory collapsed at Sudarshan Park in Moti Nagar. Eight people have been rescued and sent to hospital so far. Rescue operation underway. pic.twitter.com/DoRRgBit4u
— ANI (@ANI) January 3, 2019
Delhi: Latest visuals from Sudarshan Park in Moti Nagar, where part of a factory collapsed claiming lives of 7 people y’day. 8 persons are admitted to hospital. Rescue operation was closed till morning; NDRF said “there is no possibility of anyone being repressed in the building” pic.twitter.com/FyRiGb5U1e
— ANI (@ANI) January 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.