Advertisement
Advertisement
Ajit Pawar

‘মোদির হাত ধরেই এগোচ্ছে দেশ’, আচমকা ভোলবদলের ব্যাখ্যা দিলেন অজিত পওয়ার

ভাইপো অজিত-সহ 'বিদ্রোহী'দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শরদ পওয়ারের।

Explanation of Ajit Pawar, Why he Join Shinde Fadnavis State Government | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2023 6:51 pm
  • Updated:July 2, 2023 7:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দুপুরে মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে নয়া ভোল বদলের সাক্ষী দেশ। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অজিত পওয়ার (Ajit Pawar)। জানা গিয়েছে, অজিতের সঙ্গে রয়েছেন এনসিপির (NCP) ৫৩ জন বিধায়কের মধ্যে ৩০ জন। ভাইপো পওয়ারের সঙ্গে আরও ৮ জন এনসিপি বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রশ্ন উঠছে, আচমকা কাকা শরদ পওয়ারের সঙ্গে সম্পর্কের দফরফা হল কেন? উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার ব্যাখ্যা দিলেন অজিত। জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্ব এবং রাজ্যের স্বার্থে এই ‘বিদ্রোহী’ সিদ্ধান্ত।

আগেই অজিত জানিয়েছিলেন, বিরোধী দলনেতার পদ নয়, তিনি চান সংগঠনের ক্ষমতা। কিন্তু তাঁর সেই দাবিকে আমল দেননি শরদ। কিছুদিন আগে মোদির নেতৃত্বের প্রশংসাও শোনা গিয়েছিল এনসিপির দ্বিতীয় শীর্ষ নেতার। এদিন তিনি বলেন, “গত নয় বছর ধরে দেশের অগ্রগতির জন্য কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকার। আমরা উন্নয়নকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা শিবসেনার সঙ্গে জোট বেঁধেছিলাম। সেটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। আমরা যদি শিবসেনার সঙ্গে জোট করতে পারি, তবে বিজেপির সঙ্গেও জোট করতে পারি।” আরও জানান, বিজেপির হাত ধরা নিয়ে আলোচনা চলছিল দলের ভিতরেই। এর আগে নাগাল্যান্ডে এনসিপির ৭ বিধায়ক বিজেপিকে সমর্থন করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গল থেকে লোকালয়ে হায়না, আতঙ্কে পিটিয়ে মারল উত্তেজিত জনতা! ভাইরাল ভিডিওয় বিতর্ক]

তবে কী এনসিপি ছাড়ছেন? এই প্রশ্নের উত্তর অজিত জানান, এনসিপি-তে থেকেই এনডিএ সরকারকে সমর্থন করছেন। ভবিষ্যতে নির্বাচন লড়বেন এনসিপির প্রতীকেই। বলেন, “মানুষের স্বার্থে, মহারাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এনসিপি পার্টি হিসেবেই এই সরকারকে সমর্থন করছি।” বিজেপিকে সমর্থন এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই টুইটারের বায়ো বদলে ফেলেছেন পওয়ার। পাশাপাশি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ছবি টুইট করেছেন।

[আরও পড়ুন: স্বামীর রোষে বাদ পড়েছিল কব্জি, কৃত্রিম হাতে লিখেই নির্মমতার কাহিনি মলাটবন্দি করলেন রেণু]

এদিকে ভাইপো শিণ্ডে-বিজেপি জোট সরকারের অংশ হওয়ার পর মুখ খুলেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। অজিত পওয়ার-সহ দলের ‘বিদ্রোহী’ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবীণ নেতা। সংবাদিক সম্মেলনে তিনি বলেন, “কিছু নেতা দলের বিপরীতে সিদ্ধান্ত নিয়েছে। ৬ জুলাই দলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেখানে বেশকিছু বিষয়ে আলোচনার কথা ছিল। তার আগেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছে।” পওয়ার আরও বলেন, “আগামী ক’দিনের পরিস্কার হয়ে যাবে কেন ‘বিদ্রোহী’ এনসিপি নেতারা শিণ্ডে সেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছে। ওরা আমাকে যোগাযোগ করেছিল। ওদের বক্তব্য, বিজেপিই নাকি আমন্ত্রণ করেছিল।” আত্মবিশ্বাসী বর্ষীয়ান নেতা জানিয়েছেন, অতীতে বহুবার এই ধরনের কঠিন পরিস্থিতিতে পড়েছে দল। সেখান থেকে এনসিপিকে নতুন করে চাঙ্গা করেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হবে না। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement