সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের বাড়া ভাতে ছাই! কর্ণাটকের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে, দক্ষিণের রাজ্যটিতে এগিয়ে থেকেও একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না হাত শিবির। একটা সময় জনমত সমীক্ষাগুলিতে অনেক পিছিয়ে থাকা বিজেপিই এখন সমানে সমানে টক্কর দিচ্ছে হাত শিবিরকে। আর বিজেপি-কংগ্রেস দুই সেয়ানের লড়াইয়ে সামান্য আসন পেয়েও কিংমেকার হতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার দল জনতা দল সেকুলার।
এবিপি নিউজ সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস পেতে পারে ১০০ থেকে ১১২ টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৮৩-৯৫টি আসন। ২১ থেকে ২৯টি আসন পেতে পারে জেডিএস। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের জনমত সমীক্ষায় অবশ্য কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। এই সমীক্ষা মতে বিজেপি পেতে পারে ৮০-৮৯টি আসন। কংগ্রেস পেতে পারে ১১০-১২০টি আসন। জেডিএস পেতে পারে ২০-২৪ আসন।
রিপাবলিক টিভি-পি মার্কের সমীক্ষা বলছে, কর্ণাটকে বিজেপি পেতে পারে ৮৫-১০০টি আসন। কংগ্রেস পেতে পারে ৯৪-১০৮টি আসন। জেডিএস পেতে পারে ২৪-৩২টি আসন। টাইমস নাও ইটিজির সমীক্ষাতেও কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৮৫ আসন। আর কংগ্রেস পেতে পারে ঠিক ১১৩টি আসন। যা ম্যাজিক ফিগারের সমান। জেডিএস পেতে পারে ২৩ আসন। জি নিউজের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে কংগ্রেস। এই সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৭৯-৯৪টি আসন। ১০৩-১১৮টি আসন পেতে পারে কংগ্রেস। জেডিএস পেতে পারে ২৫-৩৩টি আসন। টিভি৯ ভারতবর্ষের সমীক্ষাও বলছে সামান্য এগিয়ে কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি ৮৮-৯৮টি আসন পেতে পারে। ৯৯-১০৯টি আসন পেতে পারে কংগ্রেস। ২১-২৬ আসন পেতে পারে জেডিএস।
কয়েকটি সমীক্ষাতে বিজেপিকেও এগিয়ে রাখা হয়েছে। যেমন নিউজ নেশনের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৮৬টি। জেডিএস পেতে পারে ২১টি আসন। স্থানীয় নিউজ চ্যানেল সুবর্ণ নিউজ বলছে, বিজেপি পেতে পারে ৯৪-১১৭টি আসন। কংগ্রেস পেতে পারে ৯১-১০৬টি আসন। ১৪-২৪ আসন পেতে পারে জেডিএস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.