অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ। ৭ দফায় দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ভাগ্যনির্ধারণ আমজনতার। এবার পালা ভোটগণনার। তবে গণনার আগে ফলাফলের আভাস মিলবে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কী ফলাফল উঠে এল? কোথায় কে এগিয়ে? সর্বশেষ আপডেটের জন্য নজর রাখুন।
রাত ১০. ৫৫: ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিায়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ৪০০ আসনের গণ্ডি ডিঙোতে পারে গেরুয়া শিবির। এনডিএ পেতে পারে ৩৬১-৪০১ আসন, ইন্ডিয়া জোট পেতে পারে ১৩১-১৬৬ আসন, অন্যান্যরা পেতে পারে ৮-২০টি আসন।
রাত ৯.৫৫: পাঞ্জাবে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই। দুটি দলই কম-বেশি চারটি করে আসন পেতে পারে বলে মনে করছে টুডেজ চাণক্যর সমীক্ষা।
রাত ৯.৪০: টুডেজ চাণক্য সংস্থা বুথ ফেরত সমীক্ষা দেশের তুলে ধরেছে। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি একক দল হিসেবে পাবে ৩৩৫টি (১৫ কম-বেশি) আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ৫০টি (১১ আসন কম-বেশি) আসন। এদিকে, ১৫টি কম-বেশি ৪০০ আসন জিতে আরও একবার গঠিত হবে মোদি সরকার। ১০৭টি (১১ কম-বেশি) আসন পাওয়ার সম্ভাবনা ইন্ডিয়া জোটে।
#TCPoll
All India Tally (543 Seats) LS 2024
Seat Projection
BJP 335 ± 15 Seats
NDA 400 ± 15 Seats
Congress 50 ± 11 Seats
INDIA 107 ± 11 Seats
Others 36 ± 9 Seats#News24TodaysChanakyaAnalysis@news24tvchannel— Today’s Chanakya (@TodaysChanakya) June 1, 2024
রাত ৯.০৫: হরিয়ানার বিজেপির ফলের দিকে নজর গোটা দেশের। কুস্তিগিরদের আন্দোলন থেকে কৃষক বিক্ষোভের মতো ইস্যুগুলি কেন্দ্রের বিরুদ্ধে গিয়েছিল। তা সত্ত্বেও ইন্ডিয়া টুডে মাই অ্য়াক্সিস বলছে, সে রাজ্যে বিজেপি ৬-৮ এবং কংগ্রেস ২-৪টি আসন পেতে পারে। তবে লাদাখে একছত্রভাবে জিততে পারে কংগ্রেস।
রাত ৯.০০: অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, হিমাচল প্রদেশের চারটি আসনেই জিততে চলেছে বিজেপি। অন্যদিকে সি ভোটারের সমীক্ষার দাবি, ওড়িশায় ১৫ থেকে ১৭টি আসন যাবে বিজেপির দখলে। ১ থেকে ৩টে আসন বিজেডি এবং ১ টি পেতে পারে ইন্ডিয়া।
সন্ধে ৮.৪০: টুডেজ চাণক্যর সমীক্ষা বলছে, বাংলায় বিজেপি পেতে পারে ২৫টি আসন। ৫টি আসন কমতে বা বাড়তে পারে। অন্যদিকে তৃণমূলের দখলে যেতে পারে ১৭টি আসন। ৫টি আসন বাড়তে বা কমতে পারে। একটি আসনে খাতা খুলতে পারে কংগ্রেস। তবে টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলায় এগিয়ে থাকবে ঘাসফুল শিবিরই। ২৪টি আসন পাওয়ার সম্ভাবনা তাদের। পদ্ম ফুল ফুটতে পারে ১৭টি আসনে। একটি যাবে কংগ্রেসের খাতে।
সন্ধে ৮.১২: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, আরও একবার বড় ব্যবধানে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসবে এনডিএ। আর এরপরই এক্স হ্যান্ডেলে ইন্ডিয়া জোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “ওরা শুধু মোদিকে গালিগালাজ করে। জাতপাতের রাজনীতি করে। ওরা দুর্নীতিগ্রস্ত, পরিবারতন্ত্রকে বাঁচাতে জোট তৈরি হয়েছিল। দেশের কথা ভেবে নয়।” সেই সঙ্গে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে এনডিএ সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।
I can say with confidence that the people of India have voted in record numbers to reelect the NDA government. They have seen our track record and the manner in which our work has brought about a qualitative change in the lives of the poor, marginalised and downtrodden.
At the…
— Narendra Modi (@narendramodi) June 1, 2024
সন্ধে ৮.০০: এবার গোয়ায় মূল লড়াই ছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, দুটি দলই একটি করে আসন পেতে পারে।
সন্ধে ৭.৫৫: একাধিক বুথ ফেরত সমীক্ষার দাবি, মোদির রাজ্য গুজরাটে একছত্র আধিপত্য বজায় রাখবে বিজেপিই। ২৬টির সবকটিই পেতে পারে গেরুয়া শিবির।
সন্ধে ৭.৪০: পি মার্কের সমীক্ষায় যে তথ্য উঠে এসেছে, তাতে রাজধানী দিল্লিতে খাতা খুলতে ব্যর্থ হবে কংগ্রেস ও আপ। ৭টি আসনেই বিজয়ঝাণ্ডা ওড়ানোর সম্ভাবনা বিজেপির।
সন্ধে ৭.৩২: মহারাষ্ট্রে ধাক্কা খেতে পারে শিব সেনা-বিজেপি-এনসিপি জোট। কারণ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ২২-২৬টি আসন যেতে পারে তাদের দখলে। অন্যদিকে ইন্ডিয়া জোটের ঝুলিতে ২৩-২৫টি আসন যাওয়ার সম্ভাবনা। যদিও বুথ ফেরত সমীক্ষা গণনাকারী সংস্থা চাণক্যর দাবি, মহারাষ্ট্রে ৩৩টি আসন যাবে বিজেপির দখলে। ১৫টি পাবে ইন্ডিয়া।
সন্ধে ৭.২৭: মধ্যপ্রদেশে বিজেপির বড় ব্যবধানে জয় কার্যত সময়ের অপেক্ষা। সি ভোটারের সমীক্ষা বলছে, সে রাজ্যে বিজেপি পেতে পারে ২৬-২৮টি আসন। ইন্ডিয়া জোটের খাতে যেতে পারে ১-৩।
সন্ধে ৭.১৫: সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার তরফে জানানো হচ্ছে, এবার বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি। তাদের সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। বিজেপির দখলে আসতে পারে ২৩-২৭টি আসন এবং বাম-কংগ্রেসের খাতে যেতে পারে একটি আসন। গতবারের লোকসভায় ২২টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপি পেয়েছিল ১৮টি আসন। কংগ্রেস জেতে দুটি আসনে।
সন্ধে ৭.১০: অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, নীতীশ কুমারের বিহারে এনডিএর ঝুলিতে আসতে পারে ২৯-৩৩ টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৭-১০ আসন।
সন্ধে ৭.০৫: টিভি নাইনের পোলস ট্র্যাক জানাচ্ছে, তেলেঙ্গানায় এনডি পেতে পারে ৭টি, ইন্ডিয়া ৮ এবং অন্যান্যরা ২টি আসন।
সন্ধে ৭টা: ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬৯-৭৪টি যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র খাতে। ৬ থেকে ১১টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। গতবার ৬৪টি আসন জিতেছিল এনডিএ। তবে এবারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, যোগীরাজ্যে আরও ভালো ফল করতে পারে বিজেপি জোট।
সন্ধে ৬টা ৪৮: কেরলে খাতা খুলতে পারে বিজেপি। দক্ষিণের রাজ্যে ২-৩ আসন পেতে পারে। কংগ্রেস ১৭-১৮ আসন পেতে পারে। বামেরা পেতে পারে ০-১ আসন।
সন্ধে ৬টা ৪৫: অ্যাক্সিস-মাই ইন্ডিয়া সমীক্ষায় কর্নাটকে ২০-২২টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস ৩-৫টি আসন পেতে পারে।
সন্ধে ৬টা ৪০: রিপাবলিক-মাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ। সমীক্ষা অনুযায়ী, ৩৫৩-৩৬৩ টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারে ১১৮-১৩৩ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩-৪৮ আসন।
সন্ধে ৬টা ৩৫: রিপাবলিক পি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা পেতে পারে ৩০ আসন।
সন্ধে ৬টা ৩০: টিভি নাইন পোলস্ট্র্যাটের এক্সিট পোলে তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি। সেরাজ্যে বিজেপি ১-৩ আসন। কংগ্রেস জোট ৩৬-৩৯ আসন। এবং অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে তামিলনাড়ুতে ৩৬।
সন্ধে ৬টা: সপ্তম দফার ৫৭ আসনের ভোটগ্রহণের সময় শেষ। এখনও দেশের বিভিন্ন প্রান্তে ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়ে।
বিকাল ৫টা ৪৫: লোকসভা নির্বাচনে ২৯৫ টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। কংগ্রেস সভাপতির দাবি, বিজেপি জোট সর্বোচ্চ ২৩৫ আসন পেতে পারে।
#WATCH | Delhi | INDIA alliance leaders show victory sign as their meeting concludes at the residence of Congress President Mallikarjun Kharge pic.twitter.com/kERiK778sE
— ANI (@ANI) June 1, 2024
বিকাল ৫টা ৩০: ইন্ডিয়া জোটের বৈঠকের পর সিদ্ধান্ত বদল কংগ্রেসের। এক্সিট পোল নিয়ে বিতর্কে অংশ নেবে ইন্ডিয়া। টুইট করে জানালেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা।
On today’s INDIA alliance meeting, Congress leader Pawan Khera tweets, “INDIA parties met and decided to expose the BJP and its ecosystem on the prefixed exit polls. After considering factors for and against participating in the exit polls, it has been decided by consensus that… pic.twitter.com/ipNOpkez6S
— ANI (@ANI) June 1, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.