সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে। এরই মধ্যে প্রকাশ্যে এল অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা। চমকপ্রদভাবে অন্ধ্রে পালাবদলের ইঙ্গিত মিলেছে এক্সিট পোলে (Exit Poll)। আবার ওড়িশার ফলাফল নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেননি সমীক্ষকরা।
ইন্ডিয়া টুডে অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী অন্ধ্রপ্রদেশে এবার পালাবদল হতে চলেছে। জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের (YSR Congress) হাত থেকে মসনদের দখল ছিনিয়ে নিতে চলেছে তেলুগু দেশম পার্টির নেতৃত্বাধীন জোট। বিজেপিও ওই জোটের শরিক। সমীক্ষা অনুযায়ী, অন্ধ্রের ১৭৫ আসনের মধ্যে ৯৮-১২০টি দখল করতে চলেছে এনডিএ। একা টিডিপি জিততে পারে ৭৮ থেকে ৯৬টি আসন। পবন কল্যাণের জন সেনা জিততে পারে ১৬-১৮ আসন। বিজেপির দখলে যেতে পারে ৪-৬টি আসন। উলটো দিকে জগনমোহনের দল ওয়াইএসআর কংগ্রেসের দখলে যেতে পারে ৫৫ থেকে ৭৭টি আসন।
অন্ধ্রে নিশ্চিত ফলাফলের ইঙ্গিত দিলেও ওড়িশার ফলাফল নিয়ে ধন্দ রাখছে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার সমীক্ষা। ওই সমীক্ষা অনুযায়ী, ওড়িশায় চমকপ্রদ উত্থান হতে পারে বিজেপির। নবীন পট্টনায়েকের বিপুল শক্তিক্ষয়ের ইঙ্গিতও দেওয়া হয়েছে এক্সিট পোলে। কিন্তু কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে স্পষ্ট করে বলা হয়নি। সমীক্ষা অনুযায়ী, ওড়িশায় বিজেডি এবং বিজেপি (BJP) দুই শিবিরই ৬২-৮০টি আসন পেতে পারে। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভার ম্যাজিক ফিগার ৭৪। ফলে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে স্পষ্ট নয়। সেক্ষেত্রে ওড়িশায় কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কংগ্রেস কলিঙ্গরাজ্যে ৬-৮টি আসন পেতে পারে।
বুথফেরত সমীক্ষা কখনও মেলে, কখনও মেলে না। তবে, সদ্যই সিকিম এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস-মাই ইন্ডিয়ার সমীক্ষা কার্যত পুরোপুরি মিলে গিয়েছে। ওড়িশা এবং অন্ধ্রের সমীক্ষা মিলবে কিনা সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.