Advertisement
Advertisement
Biplab Deb

বড় দায়িত্বে বিপ্লব দেব, ত্রিপুরায় রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী

হরিয়ানার সংগঠনেরও দায়িত্ব পেলেন বিপ্লব দেব।

Ex Tripura CM Biplab Deb will be Rajya Sabha Candidate | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 10, 2022 6:59 pm
  • Updated:September 10, 2022 6:59 pm  

প্রণব সরকার, আগরতলা: সন্ধ্যায় পেলেন হরিয়ানায় বিজেপির (BJP) সাংগাঠনিক দায়িত্ব। রাত ফুরানোর আগেই ত্রিপুরায় রাজ্যসভায় শূন্য আসনে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে। একই দিনে দু’টি উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Deb)। তাই দেরি না করে রাতেই সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

যতদূর বোঝা যাচ্ছে, আরও বড় দায়িত্ব পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। রাজ্য ছাড়িয়ে এখন জাতীয়স্তরে গুরুত্ব বৃদ্ধি পেল তাঁর। হরিয়ানার সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁকে দেশের সর্বোচ্চ পঞ্চায়েতে ত্রিপুরার জন্য দরবার করতে হবে। এদিকে, রাজ্যসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা হতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সকল স্তরের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: গেমিং অ্যাপে লোক ঠকিয়ে কোটি-কোটি টাকার মালিক গার্ডেনরিচের ব্যবসায়ী, কীভাবে চলত চক্র?]

প্রসঙ্গত, ত্রিপুরায় রাজ্যসভার একটি মাত্র আসনে গত ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিজেপি প্রার্থী তৎকালীন দলের প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা জয়ী হয়েছিলেন। গত ৫ এপ্রিল তিনি রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন। কিন্তু, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হওয়ায় ডা: মানিক সাহাকে ওই দায়িত্বে বসানো হয়েছে। নিয়ম মেনে বিধানসভা উপনির্বাচনে ডা: মানিক সাহা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৮ টাউন বড়দোয়ালি কেন্দ্রে তিনি জয়ী হন।

এরপর তিনি গত ৪ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে ওই আসন শূন্য হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচন ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ত্রিপুরায় রাজ্যসভার ওই আসনে মেয়াদ ২০২৮ সালের ২ এপ্রিল পর্যন্ত রয়েছে। দলীয় সুত্রে খবর, আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দেবেন বিপ্লব কুমার দেব। ইতিমধ্যে, ওই নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী বিধায়ক ভানুলাল সাহা মনোনয়ন জমা দিয়েছেন।

[আরও পড়ুন: গার্ডেনরিচে বাড়ি থেকে উদ্ধার ১৫ কোটি! ‘বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির’, সরব ফিরহাদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement