Advertisement
Advertisement

পেনশনের টাকাতেও দেশসেবা প্রাক্তন সেনাকর্মীর

সত্তরতম স্বাধীনতা দিবসে এভাবেই দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি৷

Ex Soldier constructs Road with pension Money
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 5:05 pm
  • Updated:August 17, 2016 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন তিনি৷ কিন্তু তাতে কী! একজন সেনা যে কখনও দেশসেবা থেকে বিরত হন না, তাই দেখালেন ভাগ্গুরাম মৌর্য৷ বারাণসীর হিরামপুর গ্রামের এই বাসিন্দা গ্রামের জন্য রাস্তা তৈরি করে দিলেন নিজের পেনশনের টাকায়৷সত্তরতম স্বাধীনতা দিবসে এভাবেই দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি৷

১৯৭৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি৷ অবসর নেন ২০১২ সালে৷ প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম ও বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, দু’জনের হাত থেকেই পেয়েছেন সম্মান৷ সেনা থেকে অবসর নেওয়ার পর নিজের গ্রামে ফিরে যান তিনি৷ কিন্তু গিয়ে দেখেন গ্রাম পড়ে আছে বেহাল অবস্থায়৷ দেশ যতই এগোক, উন্নতি যেন সেখানে পৌঁছতে পারেনি৷ আর পারবেই বা কী করে! গ্রামে রাস্তা বলতেই যে কিছু নেই৷ মেঠো, কাদামাখা পথ বর্ষার সময় রীতিমতো দুর্গম হয়ে পড়ে৷ গ্রামের এই অবস্থা দেখে আর দ্বিতীয় কোনও চিন্তা করেননি ভাগ্গুরাম৷ অবসরের পর পাওয়া সমস্ত টাকাই কাজে লাগিয়ে দেন রাস্তা তৈরির কাজে৷ নিজের শেষজীবনের সম্বলটুকুও দেশের কাজে লাগিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি৷ অবশেষে রাস্তা তৈরি করতে পেরেছেন তিনি৷ অবসরগ্রহণের পর পাওয়া প্রায় চার লাখ টাকা তিনি খরচ করেছেন এই প্রকল্পে৷

Advertisement

“আমার হাতে টালি কেনার পয়সা ছিল না৷ তাই রাস্তা বাঁধাতে পারিনি৷ আমি সরকারের কাছে অনুরোধ করছি, যাতে বাকি কাজ সমাপ্ত করার ভার নেয়,’’ আর্জি ভাগ্গুরামের৷ তাঁর এরকম স্বার্থত্যাগ দেখে এগিয়ে এসেছেন অন্যান্য গ্রামবাসীরাও৷ সরকারি সাহায্য যদি নাও মেলে, ভাগ্গুরামের সঙ্গে হাত মিলিয়েই এখন বাকি কাজটা সমাধা করতে চান তাঁরা৷ একজন সেনা যে দেশের জন্যই নিবেদিত, নিজের জীবনের শেষ সম্বল দেশসেবায় তুলে দিয়ে তাই যেন দেখালেন ভাগ্গুরাম৷

ভিডিওতে দেখুন তাঁর কীর্তি, শুনে নিন তাঁর কথা:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement