Advertisement
Advertisement
Atlas Cycles

নিজের বাড়িতে আত্মহত্যা অ্যাটলাস সাইকেলসের প্রাক্তন কর্তার, মিলল সুইসাইড নোট

মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।

Ex-president of Atlas Cycles kills self
Published by: Biswadip Dey
  • Posted:September 3, 2024 8:31 pm
  • Updated:September 3, 2024 8:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যা করলেন অ্যাটলাস সাইকেলসের প্রাক্তন কর্তা সলিল কাপুর। মঙ্গলবার দিল্লির এপিজে আবদুল কালাম মার্গে তাঁর বাড়িতে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে সুইসাইড নোটও। তাঁর বয়স হয়েছিল ৭০।

মঙ্গলবার দিল্লিতে নিজের তিনতলা বাড়ির ভিতরে মন্দির এলাকায় রিভলবার দিয়ে নিজেকে গুলি করেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারী অফিসাররা সুইসাইড নোট উদ্ধার করেছেন ঘটনাস্থল থেকে। সেখানে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। সলিলের দাবি, এই ব্যক্তিরা তাঁকে নিগ্রহ করেছেন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

Advertisement

[আরও পড়ুন: ‘অনেকটা পথ বাকি…’, ধর্ষণ বিরোধী বিল নিয়ে ডেরেকের পোস্টে রবার্ট ফ্রস্টের কবিতা]

প্রসঙ্গত, ২০১৫ সালে সলিলকে উত্তরাখণ্ড থেকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশের ইওডবলিউ (ইকনোমিক অফেন্সেস উইং)। দুটি ভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল। সলিলের বিরুদ্ধে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছিলেন সুনীতা বনসল। এদিকে সতিন্দরনাথ মাইরা নামের আর এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, সলিল কাপুরের পারিবারিক বন্ধু প্রশান্ত কাপুরকে তিনি ১৩ কোটি টাকা দিয়েছিলেন বিনিয়োগের জন্য। কিন্তু টাকা ফেরানোর সময় সলিল সাতটি পোস্টডেটেড চেক দিয়েছিলেন। কিন্তু সেখানেই দেখা যায় গোলমাল। সাকেত আদালত তাঁকে পলাতক ঘোষণা করেছিল।

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement