সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রথম দিনেই পদ্ম শিবিরে জোর ধাক্কা। শুক্রবার একদিকে যখন প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে, কর্নাটকে তখন ভাঙনের ইঙ্গিত বিজেপিতে (BJP)! পদ্ম ছেড়ে এদিন কংগ্রেসে (Congress) যোগ দিলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার (Malikayya Guttedar)। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তিনি।
আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় ও ৭ মে তৃতীয় দফায় দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্যের ২৮টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। তার আগে বিজেপির প্রভাবশালী নেতার দলত্যাগে রীতিমতো চিন্তায় পদ্ম শিবির। জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জেলা কালবুর্গির আফজলপুর কেন্দ্র থেকে ৬ বারের বিধায়ক মালিকায়া। বিজেপি আমলে রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি। ২০২৩ সালে অবশ্য বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয় তাঁকে। এই নির্বাচনে হারের জন্য অবশ্য মালিকায়ার ভাই নীতীনের দিকে উঠেছিল অভিযোগের আঙুল।
কর্নাটক রাজনীতিতে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী ৬৪ বছর বয়সী মালিকায়া গুট্টেদার ও তাঁর ভাই নীতীন। আফজলপুর কেন্দ্রে বিজেপির টিকিটে মালিকায়া প্রার্থী হওয়ার পর ওই কেন্দ্রেই দাদার বিরুদ্ধে নির্দল হিসেবে প্রার্থী হন নীতীন। ভোট কাটাকাটির জেরে এই কেন্দ্রে জয় পায় কংগ্রেস। সম্প্রতি নীতীন যোগ দিয়েছেন বিজেপিতে। রাজনৈতিক মহলের দাবি, ভাইয়ের বিজেপি যোগের জেরেই ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ মালিকায়া এবার যোগ দিলেন কংগ্রেসে। শুক্রবার কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও তাঁর পুত্রের বিরুদ্ধে সরব হন মালিকায়া।
উল্লেখ্য, মল্লিকার্জুন খাড়গে নিজে কালবুর্গি লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ এবং ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন। তাঁর ছেলে প্রিয়ঙ্ক কালবুর্গি লোকসভার অন্তর্গত চিত্তপুরের বিধায়ক। এ বার ওই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কংগ্রেস সভাপতি খাড়গের জামাই রাধাকৃষ্ণ দোদ্দামণি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.