ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি মামলায় হেমন্ত জেলবন্দি হওয়ার পর রাজ্যভার উঠেছিল তাঁর কাঁধে। তবে হেমন্ত সোরেনের জেলমুক্তির পর মুখ্যমন্ত্রীর কুরসি হারানো তো বটেই, দলেও নাকি কোণঠাসা চম্পাই সোরেন। এরই মাঝে সোশাল মিডিয়ায় এক পোস্টকে ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে ঝাড়খণ্ড রাজনীতিতে শোনা যাচ্ছে চম্পাই নাকি বিজেপিতে যোগ দিতে পারেন। জল্পনা গুরুতর আকার নিতেই এবার এই বিষয়ে মুখ খুললেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
চলতি বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় ঝাড়খণ্ডের বাঘ নামে পরিচিত চম্পাই সোরেন নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুক্রবার সোশাল মিডিয়াতেও এমন এক পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়। তবে সে জল্পনাকে পুরোপুরি খারিজ করে শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চম্পাই বলেন, “জানি না এমন গুজব কোথা থেকে ছড়াচ্ছে। আমি জানি না আমায় নিয়ে খবরে কী দেখানো হচ্ছে, তাই খবরের সত্যি-মিথ্যা নিয়ে কিছু বলতে পারব না। আমি এই বিষয়ে কিছুই জানি না। শুধু এটুকু বলতে পারি, আমি যেখানে আছি, খুশি আছি।”
#WATCH | On rumours of him joining BJP, Former Jharkhand CM and JMM leader Champai Soren says, “I don’t know what rumours are being spread. I don’t know what news is being run so I cannot tell whether it’s true or not, I don’t know anything about it…Hum jahan par hain vahi par… pic.twitter.com/P2cYhJUwxT
— ANI (@ANI) August 17, 2024
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলে হেমন্ত সোরেনের পর দ্বিতীয় প্রভাবশালী নেতা হিসেবে সবার আগে উঠে আসে চম্পাইয়ের নাম। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য করার দাবিতে চলা আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিলেন ৭ বারের বিধায়ক চম্পাই। হেমন্ত সোরেনের মন্ত্রিসভায় চম্পাই পরিবহণ, তফসিলি জাতি-অনগ্রসর শ্রেণীর উন্নয়ন মন্ত্রকও সামলেছেন। শুধু তাই নয়, দুর্নীতি মামলায় জেলে যাওয়ার সময় নিশ্চিন্তে চম্পাইকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর ভার দেন হেমন্ত সোরেন। এমনকী ইন্ডিয়া জোটের দায়িত্বভারও বর্তায় তাঁর উপর।
তবে রাজনৈতিক মহলের দাবি, হেমন্ত সোরেন জেল থেকে ফেরার পর পরিস্থিতিতে অনেক বদল আগে। মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়া তো বটেই দলেও অনেকটা নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাঁকে। শোনা যাচ্ছিল বিজেপির সঙ্গে নাকি তলে তলে যোগাযোগ রেখেছেন চম্পাই। চলতি বছর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। জল্পনা ছড়ায়, তার আগেই চম্পাই বিজেপিতে যোগ দিতে পারেন। তবে সে জল্পনার পুরোপুরি খারিজ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.