Advertisement
Advertisement
Rape in Delhi

ফের অমানবিক দিল্লি, চাকরি দেওয়ার নামে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত প্রাক্তন IB অফিসার

পলাতক অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Ex Intelligence Bureau Officer Accused Of Raping Minor girl in Delhi | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:March 9, 2022 12:39 pm
  • Updated:March 9, 2022 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে (Delhi) ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। গত কয়েক মাসে রাজধানীতে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। মাঝে ৮ বছরের এক শিশুকন্যা গণধর্ষিত হয়, ৮৭ বছরের এক বৃদ্ধার ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে, ১৪ বছর বয়সি নাবালিকাকে গণধর্ষণ (Gangrape) করে খুন করার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে রাজধানীর পরিস্থিতি। এর মধ্যেই বুধবার ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অবসরপ্রাপ্ত আইবি (IB) আধিকারিক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যক্তি।

এবারের ঘটনাটি ঘটেছে রাজধানীর কারোল বাগ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সতেরোর নাবালিকাকে চাকরি দেওয়ার নাম করে ডেকে তাঁকে ধর্ষণ করে ওই অবসরপ্রাপ্ত আইবি আধিকারিক। বুধবার সকালে কারোল বাগ থানায় (Karol Bagh Police Station) অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকা। পুলিশ পকসো আইনে (POCSO Act) মামলা করেছে অভিযুক্তের বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাকে পাকড়াও করতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: দেশে একদিনে সংক্রমিত সাড়ে ৪ হাজার, করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা নেই, দাবি গবেষকের]

উল্লেখ্য, দিল্লিতে ধর্ষণ-সহ মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ সাম্প্রতিককালে বেড়েই চলেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের বড় শহরগুলির মধ্যে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে বেশি ঘটে চলেছে রাজধানীতে। মাঝে ৮ বছরের এক শিশুকন্যার গণধর্ষণের (Gang Rape) ঘটনায় উত্তাল হয়েছিল দিল্লি। উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার বাসিন্দা নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগে দুই নাবালককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

[আরও পড়ুন: ভোটগণনার আগেই EVM চুরি! বিস্ফোরক অভিযোগ অখিলেশ যাদবের]

শাস্ত্রী পার্কের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছিলেন, “৮ বছরের ওই শিশুকন্যাটি নৃশংস ধর্ষণের শিকার হয়েছে। যারা ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করতে পারে তারা মানুষ নয়! অপরাধীদের কঠোরতম সাজা দেওয়া উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement