Advertisement
Advertisement

জেলে বসেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী

এদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির জন্যই সাজা কাটছেন ৮২ বছরের নেতা৷

Ex-Haryana CM Om Prakash Chautala clears Class 12 from Tihar jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2017 8:41 am
  • Updated:May 17, 2017 8:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরাজি ভাষায় একটি কথা রয়েছে, ‘বেটার লেট দ্যান নেভার’৷ এতদিনে সে কথার মর্ম বুঝেছেন ওমপ্রকাশ চৌটালা৷ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও এখন তাঁর ঠিকানা তিহার জেল৷ কারণ শিক্ষক নিয়োগে দুর্নীতি৷ এর জন্যই ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি৷ তবে জেলে গিয়ে অবশেষে শুভবুদ্ধি উদয় হয়েছে নেতাজির৷ তাই মনের অন্ধকার দূর করছে বেছে নিয়েছেন শিক্ষার আলোকে৷ জেলে বসেই এতদিনে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করলেন ৮২ বছরের নেতা৷ তাও আবার ফার্স্ট ডিভিশনে৷

[সমতলে জয়ের ধারা অব্যাহত, পাহাড়ে মিরিক দখল তৃণমূলের]

Advertisement

২০০০ সালে ৩,২১৬ জুনিয়র বেসিক ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত হন ওমপ্রকাশ চৌটালা ও তাঁর ছেলে অজয় চৌটালা৷ অভিযোগ প্রমাণিত হওয়াতে দু’জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি ঘোষণা করে ট্রায়াল কোর্ট৷ ২০১৫ সালে সেই শাস্তির আদেশ বহাল রাখে দিল্লি হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট৷ এরপর জেলে বসেই বোধদয় হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি৷ ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলে (NIOS) ভর্তি হয়ে যান তিনি৷ জেলে বসেই শুরু করেন পড়াশোনা৷ পরীক্ষা দেওয়ার সময় প্যারোল নিয়ে জেলের বাইরে ছিলেন তিনি৷ নাতি দুষ্মন্ত সিং চৌটালার বিয়ের জন্য৷ কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য সময়ের আগেই জেলে ফেরেন তিনি৷ তাঁর এই অধ্যবসায় অবশেষে কাজে এসেছে৷ ফার্স্ট দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওমপ্রকাশ৷

[তিন তালাকে মহিলাদের না বলার অধিকার নিয়ে সরব সুপ্রিম কোর্ট]

তবে এখানেই থামতে রাজি নন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি৷ এবার স্নাতক হতে চান ৮২ বছরের নেতা৷ তার জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছেন জেলে বসেই৷ শোনা গিয়েছে, সিলেবাসের বাইরের বই পড়তেও খুব আগ্রহী তিনি৷ ইতিমধ্যেই জেলকর্তাদের অনুরোধ করে অনেক বই আনিয়েছেন৷ এর মধ্যে বড় বড় রাজনৈতিক নেতাদের জীবনীও রয়েছে৷

[আইএএস অফিসারের রহস্যজনক মৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement