ফাইল ছবি
সোমনাথ রায়: চূড়ান্ত নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার চিদম্বরম৷ বেপাত্তার ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করে দোষ অস্বীকার করেন তিনি৷ কংগ্রেসের সদর দপ্তর থেকে সোজা চলে যান জোড়বাগের বাড়িতে৷ এরপরই পাঁচিল টপকে তাঁর বাড়িতে ঢুকে পড়ে সিবিআই৷ সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷
মঙ্গলবার সন্ধে থেকেই কার্যত উধাও গিয়েছিলেন চিদম্বরম। প্রায় ২৭ ঘণ্টা পর বুধবার সন্ধেয় নাটকীয় আত্মপ্রকাশ৷ কংগ্রেস সদর দপ্তরে পৌঁছন তিনি৷ তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এরপর দিব্যি হাসিমুখে জোড়বাগে নিজের বাড়িতে চলে যান চিদম্বরম৷ প্রায় সঙ্গে সঙ্গেই সিবিআই আধিকারিকরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছন৷ তবে মূল ফটক বন্ধ থাকায় ঢুকতে পারেননি তাঁরা৷ তাই বাধ্য হয়ে ২০-২৫জন সিবিআই আধিকারিক পাঁচিল টপকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে ঢোকেন৷
সিবিআইয়ের পিছু পিছু ইডি আধিকারিকরাও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে পৌঁছন৷ পিছনের দরজা দিয়ে চিদম্বরমের বাড়িতে ঢোকেন আধিকারিকরা৷ ততক্ষণে অবশ্য বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা৷ এদিকে, বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ৷ বিক্ষোভ হঠানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা৷ দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা৷ তবে মুহূর্তের মধ্যে ভিড় প্রায় হঠিয়ে দিয়ে চিদম্বরমের বাড়ির ভিতরেও ঢুকে পড়েন পুলিশকর্মীরা৷ সঙ্গে ঢোকে একটি গাড়ি৷
দেখুন ভিডিও:
এরপরই চূড়ান্ত নাটকীয়তার অবসান৷ সিবিআই আধিকারিকরা হাতেনাতে গ্রেপ্তার করেন পি চিদম্বরমকে৷ তাঁকে আপাতত সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ কংগ্রেস কর্মীরা যাতে কোনওভাবেই সেখানেও অশান্তি করতে না পারে তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ সূত্রের খবর, সিবিআই দপ্তরের ১০তলাতেই আপাতত জিজ্ঞাসাবাদ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে৷ বৃহস্পতিবার সিবিআই আদালতে তোলা হবে তাঁকে৷ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই পি চিদম্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি তাঁর ছেলের৷
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.