Advertisement
Advertisement

পাচার হচ্ছিল গোপন তথ্য, পুলিশের জালে বায়ুসেনার প্রাক্তন রাঁধুনি

মিলছে যুদ্ধবিমান ও বায়ুসেনা ঘাঁটি সংক্রান্ত একাধিক গোপন তথ্য৷

Ex-cook of IAF officers’ mess held for leaking secret on fighter planes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 3:52 pm
  • Updated:July 9, 2018 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার একাধিক গোপন তথ্য ফাঁস করার অপরাধে সেনা অফিসার হস্টেলের এক প্রাক্তন রাঁধুনিকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতের নাম শশীকান্ত ঝা৷ ভারতীয় দণ্ডবিধির অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে তাকে৷

[জেল চত্বরেই গুলিতে ঝাঁজরা কুখ্যাত গ্যাংস্টার, তদন্তের আশ্বাস যোগীর]

Advertisement

রবিবার বিহারের বাঙ্কা জেলায় নিজের বাড়ি থেকেই শশীকান্তকে গ্রেপ্তার করে শাহপুর থানার পুলিশ৷ জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত গোরক্ষপুরে বায়ুসেনা অফিসারদের একটি হস্টেলে রাঁধুনির কাজ করত ধৃত ব্যক্তি৷ সেখানেই অফিসারদের মুখ থেকে বিভিন্ন কথা শুনে তা লিপিবদ্ধ করে রাখত সে৷ ধৃতের কাছ থেকে মিলেছে সেই তথ্য সম্বলিত একটি ডায়েরি৷ যেখানে লেখা রয়েছে সেনার যুদ্ধবিমান সংক্রান্ত বিভিন্ন তথ্য, যুদ্ধবিমান ওঠা-নামার সময়, বিভিন্ন সেনা মহড়া সংক্রান্ত তথ্য৷ পাওয়া গিয়েছে গোরক্ষপুর বায়ুসেনা ঘাঁটির ম্যাপও৷ যা ধৃতের কাছে থাকার কথাই নয় বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার প্রদীপ শুক্লা৷ ধৃতকে বর্তমানে নিজেদের হেফাজতেই রেখেছে পুলিশ৷ জেরায় তার কাছ থেকে জানার চেষ্টা চলছে, কী উদ্দেশ্যে এই সমস্ত তথ্য একত্র করেছিল সে? এর সঙ্গে কোনও জঙ্গি সংগঠন বা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ৷

[মেঘভাঙা বর্ষণে বিপর্যস্ত মুম্বই, অঘোষিত ছুটি বাণিজ্যনগরীতে]

প্রসঙ্গত, গত মাসেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, টাকার বিনিময়ে ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থা সংক্রান্ত গোপন তথ্য কেনার ছক কষছে জঙ্গি সংগঠন আইএস৷ বিষয়টি জানিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন এক যুবক৷ সেই অভিযোগ থেকে জানা গিয়েছে, প্রথমে তাঁকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে যুক্ত করা হয়েছিল এবং সেখানেই টাকার বিনিময়ে তথ্য পাচার করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ নির্দেশ এসেছিল সুদূর কানাডা থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement