Advertisement
Advertisement

Breaking News

নোট নিয়ে ডামাডোলেও প্রাক্তন বিজেপি নেতার মেয়ের বিয়েতে খরচ ৫০০ কোটি

অথচ ব্যাঙ্ক, এটিএম-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা টাকার জন্য হাপিত্যেশ করে দাঁড়িয়ে সাধারণ মানুষ৷

Ex-BJP Leader’s Rs 500-Cr Bash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 7:45 pm
  • Updated:November 16, 2016 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কথা ভেবে ঘণ্টার পর ঘণ্টা টাকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকছেন সাধারণ মানুষ৷ তাও কারও ভাগ্যে টাকা জুটছে, কারও আবার জুটছে না৷ টাকার এই টালমাটালেও দিব্যি আছেন প্রাক্তন বিজেপি নেতা গালি জনার্দন রেড্ডি৷ ৫০০ কোটি টাকা খরচ করে আয়োজন করেছেন মেয়ের বিয়ের প্রীতিভোজের আসর৷

এর আগেও খবরে এসেছিলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী৷ কারণ একই, মেয়ে ব্রাহ্মণীর বিয়ে৷ সবাইকে তাক লাগিয়ে এলসিডি স্ক্রিন লাগানো নিমন্ত্রণ পত্র সবাইকে পাঠিয়েছিলেন ‘মাইনিং ব্যারন’৷ তার জন্যও যে খরচ নেহাত কম হয়নি , বলাই বাহুল্য৷

Advertisement

(প্রাক্তন মন্ত্রীর মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল নেটদুনিয়ায়)

প্রাক্তন এই মন্ত্রী ইতিমধ্যেই বেআইনি খনির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন৷ বছর তিনেক জেলেও ছিলেন৷ জামিনে মুক্তি পেয়েছেন গতবছরই৷ তবে এতে তাঁর প্রতিপত্তি যে বিন্দুমাত্র কমেনি, বিয়ের আয়োজনেই তা স্পষ্ট৷

সূত্রের খবর, বিশাল এই আয়োজন থেকে নেতা-কর্মীদের দূরে থাকারই পরামর্শ দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ অন্যান্য নেতারাও দেশের এই পরিস্থিতিতে ৫০০ কোটির এই প্রীতিভোজের আসর থেকে দূরেই থাকতে চাইছেন৷

15134726_945019118962615_2639911938562637646_n

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement