ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রিগিং’ কিংবা ‘ইভিএমের কারচুপি’৷ প্রতিটি নির্বাচনে বিরোধীদের মুখ থেকে লাগাতার এমনই অভিযোগ শুনে এসেছেন দেশের আমজনতা৷ প্রতিটি নির্বাচনেই ভোট প্রক্রিয়া নিয়ে বিরোধীদের তোলা গুচ্ছের অভিযোগ হজমও করতে হয়েছে নির্বাচন কমিশনকে৷ কিন্তু, বিরোধীদের তরফে লাগাতার অভিযোগ শুনতে হলেও এবার দেশের শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি নির্বাচন কমিশনের৷
বিরোধীদের তোলা দীর্ঘদিনের দাবি গ্রহণযোগ্যতা পেলই না দেশের সুপ্রিম কোর্টে৷ ইভিএমের বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবি জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়৷ আজ, বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি৷ কিন্তু, মামলা দায়ের হওয়ার পর আদালতে যথাযথ তথ্যপ্রমাণ দাখিল না হওয়ায় মামলা খারিজের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ৷
[ফিরছে ভোগান্তি! আগামী মার্চেই বন্ধ হচ্ছে দেশের অর্ধেক এটিএম]
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সুপ্রিম কোর্টের মামলাকারীদের তরফে জানানো হয়, ‘ভোট চুরি’ রুখতে ইভিএমের বদলে ব্যালট পেপার ব্যবহার করুক কমিশন৷ যুক্তি হিসাবে বিভিন্ন দেশে ব্যালটে নির্বাচন হয় বলে জানানো হয়৷ ব্যালটে ভোট হলে ‘কারচুপি’ রোখা যাবে বলেও দাবি তোলা হয়৷ এরপরই আদালতের তরফে পালটা প্রশ্ন তোলা হয়৷ ব্যালটে ভোট হলে কি আদৌ মিটবে সমস্যা? জবাবে ভোটযন্ত্র বিকৃত করার অভিযোগ তুলে ধরা হয়৷ কিন্তু, নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনওভাবেই ইভিএমে ‘কারচুপি’ করা যায় না৷ নির্বাচন কমিশন ও মামলাকারীদের সওয়াল জবাব শুনে নির্দিষ্ট ‘তথ্যপ্রমাণ’-এর অভাবে মামলা খারিজ করার সিদ্ধান্তে নেয় দেশের সুপ্রিম কোর্ট৷
[ঋণখেলাপে আরও বিপাকে মালিয়া, হাতছাড়া হতে পারে লন্ডনের অট্টালিকা]
এর আগেও লোকসভা ভোটে ব্যালট ফেরানোর দাবিতে সরব কংগ্রেস। ইভিএমে আস্থা হারিয়েছেন মানুষ, তাই ব্যালটেই ভোটগ্রহণ হোক এই দাবি জানিয়ে গত ২৭ আগস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনে একটি আবেদনপত্র জমা দিয়ে দেশের সর্ববৃহৎ বিরোধী দল৷ তৃণমূলের তরফেও ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবিও জানানো হয়৷ কিন্তু, এদিনের এই মামলা খারিজ হওয়ার ঘটনায় বড় ধাক্কা বিরোধী শিবিরে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.