সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সমস্ত সত্তরোর্ধ্ব মানুষ এবার আসবেন স্বাস্থ্যবিমার আওতায়। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই পরিষেবা পাবেন তাঁরা। বুধবারই এমনটা জানিয়ে দিল কেন্দ্রের মোদি সরকার।
জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনঅরণ্য যোজনার অধীনে দেশের সাড়ে চার কোটি পরিবার তথা ৬ কোটি প্রবীণ নাগরিক এই বিমার আওতায় আসবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনসিওর কভারেজ মিলবে। তবে তা পরিবার পিছু। কেন্দ্রের তরফে যে বিবৃতি পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, সমস্ত আর্থসামাজিক স্তরের মানুষই এই বিমার সুবিধা পাবেন। উল্লেখ্য, গত জুনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। অবশেষে সেই ঘোষণা করল নয়াদিল্লি।
প্রসঙ্গত, কয়েক মাসেই এডিবির এক সমীক্ষায় দেখা গিয়েছিল, বয়স্কদের স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান অনেকটাই পিছনে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তালিকায় পিছিয়ে নয়াদিল্লি। এই অবস্থায় কেন্দ্রের এমন ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আয়ুষ্মান ভারত নামটি তিনিই ঘোষণা করেছিলেন। প্রকল্পের ট্যাগলাইন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। কেন্দ্রীয় সরকারের দাবি, এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে ১.৬ লাখের বেশি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.