সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ও জঙ্গিদের মদত জোগানোর পাকিস্তানি নীতির কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ অর্থমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ বলতে গোটা বিশ্বই এখন ‘ব্র্যান্ড পাকিস্তান’কে বোঝে৷ কারণ বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী কাজের সঙ্গে কোনও না কোনওভাবে পাকিস্তানের নাম জড়িয়ে রয়েছে৷
আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্ব ব্যাঙ্কের এক বৈঠকে যোগ দিতে জেটলির নেতৃত্বে এক ভারতীয় প্রতিনিধিদল আমেরিকা সফরে রয়েছেন৷ ওয়াশিংটনে জেটলি বলেন, “সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান যে ব্যবস্থা নিয়েছে প্রয়োজনের তুলনায় তা নিতান্তই নগণ্য৷ চলতি বছরের নভেম্বর মাসে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল৷ কিন্তু দক্ষিণ এশিয়ার একাধিক দেশ ওই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এ থেকেই প্রমাণ হয় যে, দক্ষিণ এশিয়াতেও পাকিস্তান একঘরে হয়ে পড়েছে৷ সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানের নীতি হয়ে দাঁড়িয়েছে৷ বিশ্বের যে কোনও জায়গায় বড় ধরনের জঙ্গি হামলায় পাকিস্তানের নাম জড়িয়ে যাচ্ছে৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে একটাই নাম উঠে আসছে, সেটা হল ব্র্যান্ড পাকিস্তান৷ সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা এতটাই তুচ্ছ যে বিশ্বের কোনও দেশই তাদের কথা শুনতে চায় না৷”
অন্যদিকে, পানামা নথির লিক সংক্রান্ত ইস্যুতে আন্তর্জাতিক কর ব্যবস্থা নিয়ে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন জেটলি৷ এই ব্যাপারে একটি অভিন্ন রণকৌশল তৈরির ব্যাপারেও তিনি পরামর্শ দিয়েছেন৷ আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) সদর দফতরে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি৷ একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় দু’টি মূল ইস্যু গুরুত্ব পেয়েছে৷ একটি হল, জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব ও এই সংক্রান্ত ব্যাপারে আর্থিক সংস্থান৷ অন্যটি হল, পানামা নথি ঘিরে আন্তর্জাতিক কর ব্যবস্থা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.