Advertisement
Advertisement

নয়া ৫০০, ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হয় জানেন?

চমকে উঠবেন আপনি!!!

Ever wondered how much it costs to print a currency note
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 12:02 pm
  • Updated:March 16, 2017 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কনতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হয় সংসদে তা জানাল কেন্দ্র।

পুরনো ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ঘোষণার পর দেশজুড়ে শোরগোল পড়ে যায়। একদিকে পুরনো নোট কিভাবে বদল করা হবে তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে নতুন নোট হাতে পাওয়ার আগ্রহ। সকাল থেকে মধ্যরাত, হাজার হাজার মানুষের লাইন ব্যাঙ্ক, এটিএম কাউন্টারগুলোর সামনে। সে এক দিন কেটেছে বটে দেশবাসীর। রোজ শিরোনামে উঠে এসেছে একটাই খবর। আপাতত সে সমস্যা মিটেছে। তবে এই মহার্ঘ নোট ছাপতে খরচ কত হয় বুধবারই তা সংসদে জানিয়েছে কেন্দ্র। সেই খরচের কথা শুনলে চমকে উঠবেন আপনিও।

Advertisement

[মাদকের টাকা না পেয়ে মাকে খুন করল ছেলে]

রাজ্যসভার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালে এদিন জানান, একটি ৫০০ টাকার নোট ছাপতে মোটামুটি ২.৮৭ টাকা থেকে ৩.০৯ টাকা খরচ পড়ে। অন্যদিকে, ২০০০ টাকার নোট ছাপতে খরচ পড়ে ৩.৫৪ টাকা থেকে ৩.৭৭ টাকা। তবে পাশাপাশি তিনি বলেন, এখনই এই খরচ সম্পর্কে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, বহু নোট এখনও ছাপা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১১.৬৪১ লক্ষ কোটি টাকা ছাপা হয়েছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, দেশের চারটি জায়গায় এই নোট ছাপা হয়। পশ্চিমবঙ্গের শালবনি, মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশের দেওয়াস এবং কর্নাটকের মাইসুরু।

[ক্রেডিট কার্ডের মতো দেখতে এই ইসিজি মেশিন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement