Advertisement
Advertisement

Breaking News

দেশভক্তিতে মোদির কাছে হার মানবেন গান্ধীও, কটাক্ষ কংগ্রেসের

অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ!

Even the Mahatma can't teach Narendra Modi desh bhakti, says Manish tewari
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2017 2:16 pm
  • Updated:September 17, 2017 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগের ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইটারে একটি মিম পোস্ট করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠেছিল নেটদুনিয়ায়। আর এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়লেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীশ  তিওয়ারি। প্রধানমন্ত্রী সম্পর্কে  যে ভাষা প্রয়োগ করেছেন তিনি, তা নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই।

[প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মিম পোস্ট করে বিতর্কে দিগ্বিজয় সিং]

Advertisement

রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিন। টুইটারে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি কিছু বলেননি ঠিকই। তবে ভিডিওটি দেখলেই বোঝা যাবে, প্রধানমন্ত্রী যে জাতীয় সংগীতকেও সম্মান করেন না, সেটাই বোঝাতে চেয়েছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। পালটা টুইট করেন এক মোদি অনুগামী। মনীশ তিওয়ারি উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘মোদিকে দেশভক্তি শেখাতে যাবেন না। মহাত্মা গান্ধীর কাছেও ওনার কিছু শেখার নেই। আপনি কতটা নিচে নামতে পারেন, সেটা দেখে নিলাম।’  ওই মোদি অনুগামীকে জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সম্পর্কে আরও একটি টুইট করেন মনীশ তিওয়ারি। তাতে চটেছেন নেটিজেনদের একাংশ।

 

 


মূলত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনরা। একের পর এক টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

[‘বিশ্বব্যাঙ্ক ঋণ দেয়নি, সর্দার সরোবর বাঁধে টাকা দিয়েছে গুজরাটের মন্দিরগুলি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement