Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণের ছবি ব্যবহার নয়, সংবাদমাধ্যমকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

নির্যাতিতার মুখ ঝাপসা করা ছবিও না দেওয়ার নির্দেশ৷

Even morphed photo of child rape victims should not be used: Supreme Court

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2018 2:12 pm
  • Updated:August 2, 2018 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার সংবাদমাধ্যমের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিল আদালত৷ ধর্ষণের ছবি বেপরোয়া ভাবে ব্যবহার নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে কড়া ভাষায় সতর্ক করল দেশের শীর্ষ আদালত৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংবাদমাধ্যম যেন নাবালিকা ধর্ষণের কোনওরকম ভাবে ছবি অথবা ভিডিও প্রকাশ না করে৷ এমনকী, নির্যাতিতার মুখ ঝাপসা করা ছবিও দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

[তৃণমূলের প্রতিনিধিদের কড়া নজরদারিতে রাখতে অসমে গঠিত বিশেষ দল]

আজ, বৃহস্পতিবার নাবালিকা ধর্ষণ মামলার শুনানি চলাকালীন সংবাদমাধ্যমকে কড়া ভাষায় আক্রমণ করেন বিচারপতি৷ ধর্ষণ ইস্যুতে দিনে দিনে সংবাদমাধ্যমে বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করে আদালত৷ জাতীয় সংবাদমাধ্যম যাতে মানবিকতার খাতিরে নাবালিকার কোনও ছবি অথবা ভিডিও প্রকাশ না করে,  সেবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে৷

Advertisement

[ভারতীয় সেনার পরিকাঠামো উন্নয়নে ৭২ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের]

সাধারণ, ধর্ষণের ক্ষেত্রের নির্যাতিতার পরিচয় গোপন রাখা হয়৷ ছবি অথবা ভিডিও দেখানো হলেও মুখ ঢাকার প্রথা মেনে চলেই দেশের সমস্ত সংবাদমাধ্যম৷ তবে, সম্প্রতি ওয়েব পোর্টালের রমরমা বাজারে লঙ্ঘিত হচ্ছে সমস্ত বিধিনিষেধ৷ ব্যবসা বাড়ানোর কৌশল নিতে গিয়ে নির্যাতিতার ছবি-পরিচয় প্রকাশ্যে চলে আসছে৷ বিধি না মেনেই চলছে নাবালিকার ছবি প্রকাশের কাজ৷ ধর্ষণের অভিযোগ নিয়ে লেখা হচ্ছে নিম্নমানের যৌন-গল্প৷ ফলে, একশ্রেণির পোর্টালের ‘ধর্ষণ প্রীতি’ বাড়ার কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে দেশের প্রথম শ্রেণির সংবাদমাধ্যমকে৷

[বাড়ির পিছনের গর্তে উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ, কালাজাদুর আশঙ্কা পুলিশের]

মূলত, একশ্রেণির সংবাদমাধ্যমের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে আনতে এবার সতর্ক করল দেশের শীর্ষ আদালত৷ সতর্কবার্তায় কাজ না হলে পরবর্তীকালে নির্দেশ জারি করে ধর্ষণে রোধে কড়া ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত৷

[বাড়ির অমতে বিয়ের শাস্তি, নবদম্পতিকে বিবস্ত্র করে খাওয়ানো হল প্রস্রাব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement