Advertisement
Advertisement

Breaking News

মোষ

‘১০০ বার স্নান করলেও মোষের মতো দেখাবে’, কুমারস্বামীকে কটাক্ষ বিজেপি নেতার

মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়ান মোদি, মন্তব্য করেছিলেন কুমারস্বামী।

Even if you bathe 100 times, you will look like buffalo.
Published by: Soumya Mukherjee
  • Posted:April 17, 2019 5:28 pm
  • Updated:April 17, 2019 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত আক্রমণ ও বিতর্কিত মন্তব্য, ভোটের মরশুমে নেতারা যেন অবক্ষয়ের নতুন সীমায় পৌঁছে গিয়েছেন। কেউ কারোর অন্তর্বাস নিয়ে মন্তব্য করছেন, তো কেউ জুতো দিয়ে বিরোধী দলের প্রার্থীকে পেটানোর হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারোর কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও, খুব একটা বদল হচ্ছে না রাজনৈতিক নেতাদের আচরণে। এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নামে বিতর্কিত মন্তব্য করে সেই তালিকায় নাম তুললেন প্রাক্তন বিজেপি বিধায়ক রাজু কাগে। এইচ ডি কুমারস্বামীকে মোষ বলে কটাক্ষ করে তৈরি করলেন নতুন বিতর্ক।

[আরও পড়ুন-সুষ্ঠু পরিবেশ নেই, পূর্ব ত্রিপুরা আসনে ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন]

সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেকআপ করে ক্যামেরার সামনে আসেন বলে দাবি করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কটাক্ষ করে বলেছিলেন, “সকালে সংবাদমাধ্যমের ক্যামেরা ও মানুষের সামনে আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়্যাক্সিং ও মেকআপ করেন। তাই ক্যামেরায় সামনে তাঁকে দেখতে অত সুন্দর লাগে। কিন্ত, আমাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আমরা আজ সকালে স্নান করে বেরোনোর পর ফের তার পরেরদিন স্নান করে মুখ ধুই। ফলে ক্যামেরায় আমাদের মুখ দেখতে ভাল লাগে না। তাই আমাদের সাংবাদিক বন্ধুরাও শুধু মোদির মুখই দেখান, আমাদের নয়।”

Advertisement

[আরও পড়ুন-কংগ্রেসের পরামর্শেই মোদির হয়ে সওয়াল করেছেন ইমরান, অভিযোগ নির্মলার]

এই মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে মঙ্গলবার কুমারস্বামীকে মোষের সঙ্গে তুলনা করলেন কর্ণাটকের প্রাক্তন বিজেপি বিধায়ক রাজু কাগে। বেলাগাবি জেলার কাগাওয়াদ বিধানসভার ওই প্রাক্তন বিধায়কের কথায়, “নরেন্দ্র মোদি ফরসা। আর কুমারস্বামী কালো। কিন্তু, কুমারস্বামী বলছেন, নরেন্দ্র মোদি দিনে ১০ বার পাউডার মাখেন আর ১০ বার জামাকাপড় বদলান। আরে, মোদিজি ফরসা ও সুন্দর দেখতে। কিন্তু, আপনি যদি ১০০ বারও স্নান করেন, তাও আপনাকে মোষের মতোই দেখাবে।” বিজেপি নেতার এই বক্তব্যের তীব্র সমালোচনা করছেন বিরোধীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement