Advertisement
Advertisement

Breaking News

শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মহিলা, হামলা পরিবারের উপরও

ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা।

Eve-teasers attack woman in UP
Published by: Bishakha Pal
  • Posted:December 17, 2018 1:39 pm
  • Updated:December 17, 2018 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভ-টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। এও অভিযোগ, শুধু ওই মহিলার উপর আক্রমণ করেই চুপ থাকেনি দুষ্কৃতীরা। রবিবার তারা ওই মহিলার পরিবারকেও আক্রমণ করে।

ঘটনাটি ঘটে গত শনিবার। মাচরাউলি গ্রামের ঝিনঝানা এলাকায় এক মহিলাকে উত্যক্ত করছিল জনা দশেক লোক। কিন্তু ওই মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি। ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ফল হয় উলটো। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন ওই মহিলা। এখানেই শেষ নয়। প্রতিবাদ জানানোর ‘অপরাধে’ ওই মহিলার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। রবিবার এনিয়ে থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের ]

তবে অন্য একটি ঘটনায় রাজ্যের পুলিশ সাফল্য পেয়েছে। গণধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত মাস আগে এক ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর জেলায়। মে মাসে পুরকাজি এলাকায় ঘটেছিল ঘটনাটি। সেই গণধর্ষণের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে থেকে শনিবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম কূলদীপ। এছাড়া মালতী নামে এক মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই নির্যাতিতার বাবা অভিযোগ জানিয়েছিলেন, কূলদীপ ও মালতী ওই নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে আরও ছ’জন অপেক্ষা করছিল। অভিযোগ, তারাই ধর্ষণ করে ১৫ বছরের ওই নাবালিকাকে। এরপর তার অসাড় দেহটি বাড়ির সামনে ফেলে দেওয়া হয়। ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।

আইটি রিটার্ন থেকে আধার সংযুক্তিকরণ, ২০১৯-এর এই ডেডলাইন ভুলবেন না! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement